BREAKING NEWS

১৩ আশ্বিন  ১৪৩০  রবিবার ১ অক্টোবর ২০২৩ 

READ IN APP

Advertisement

ছত্রপতি শিবাজি টার্মিনাসে বিশ্বমানের মিউজিয়াম গড়বে রেল

Published by: Sangbad Pratidin Digital |    Posted: December 3, 2017 4:56 am|    Updated: September 21, 2019 1:40 pm

Indian Railways to make World class museum in Chhatrapati Shivaji Terminus

সুব্রত বিশ্বাস: মুম্বইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাসকে এবার ওয়ার্ল্ড ক্লাস রেল মিউজিয়ামে পরিণত করা হবে। এজন্য ওই বিল্ডিংয়ে মধ্য রেলের সদর দপ্তরকে অবিলম্বে অন্যত্র সরানোর নির্দেশ দিয়েছে রেলমন্ত্রক। সংশ্লিষ্ট দপ্তরকে সরিয়ে পি ডি’মেলো রোডে নিয়ে যাওয়ার জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে। তবে এই পরিকল্পনা যাতে বিলম্বিত না হয় সেজন্য রেলমন্ত্রী নির্দেশও দিয়েছে বোর্ডকে। তড়িঘড়ি এই নির্দেশ কার্যকর করার জন্য সদর দপ্তরকে সরিয়ে নেওয়ার জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়ার দরকার বলে মধ্য রেলের জিএম দেবেন্দ্রকুমার শর্মা বোর্ড চেয়ারম্যান অশ্বিনী লোহানিকে লিখিতভাবে জানিয়েছেন।

[ইভটিজার থেকে অসুস্থ রোগী, এবার সমস্যা হলেই রক্ষাকর্তা টিকিট পরীক্ষক]

সদর দপ্তর স্থানান্তরিত করতে ইলেকট্রিকের সাব স্টেশন থেকে জলের লাইনের ব্যবস্থা করতে প্রায় ৪১ কোটি টাকা খরচ হবে। আগামী বাজেটে এই অর্থ বরাদ্দ করা প্রয়োজন বলে তিনি জানিয়েছেন। এই প্রক্রিয়াও সময় সাপেক্ষ হওয়ায় দফতর স্থানান্তরিত করতে মধ্য রেলকে নির্দেশ দেওয়া হয়েছে মুম্বইয়ের বিভিন্ন জায়গায় প্রাথমিকভাবে বাড়ি ভাড়া নিয়ে দপ্তরগুলিকে স্থানান্তরিত করার। এক্ষেত্র জিএম বোর্ড চেয়ারম্যানকে জানিয়েছেন, মুম্বই শহরে মধ্য রেলের একাধিক বিল্ডিং রয়েছে, যেখানে রেলের সঙ্গে সম্পর্কজনিত বহু কোম্পানি ভাড়া নিয়ে রয়েছে, তাদের সেই জায়গা ছেড়ে দেওয়ার জন্য আগামী ১৫ দিনের মধ্যে নোটিস দিতে বলেছেন জিএম। পাশাপাশি জিএম দেবেন্দ্রকুমার শর্মা রেল বোর্ডকে সুপারিশ করেছেন, রেলের এক্সিকিউটিভ ডাইরেক্টর হেরিটেজকে দিয়ে গ্লোবাল টেন্ডার ডেকে বিশ্বমানের বিশেষজ্ঞদের দিয়ে এই ভিক্টোরিয়া টার্মিনাসকে ওয়ার্ল্ড ক্লাস রেল মিউজিয়াম সাজানোর জন্য।

[বহুদিন পর ভারতীয় রেলে বড় মাপের নিয়োগ, শূন্যপদ কত জানেন?]

পাশাপাশি দক্ষিণ-পূর্ব রেলের সদর দপ্তর ও পূর্ব রেলের ফেয়ারলি প্লেসও ইতিহাস সমৃদ্ধ বিল্ডিং। এই বিল্ডিংগুলিকেও মিউজিয়ামের রূপ দেওয়ার দাবি তোলা হয়েছে। দক্ষিণ-পূর্ব রেলের সদর দপ্তর বিএনআর বিল্ডিংটি শহরের প্রত্যন্তে মিউজিয়ামের জন্য আদর্শ বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি ব্রিটিশ সেনাদের ঘাঁটি ছিল ফেয়ারলি প্লেস। পরে তা ফোর্ট উইলিয়ামে স্থানান্তরিত হয়। সেক্ষেত্রে এই ভবনটিও ঐতিহাসিক দিক
দিয়ে গুরুত্বপূর্ণ।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে