৮ আশ্বিন  ১৪৩০  মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

কিছুতেই বাঁধ মানছে না করোনা, দেশে মোট আক্রান্তের সংখ্যা পেরল ৯ লক্ষ

Published by: Subhajit Mandal |    Posted: July 14, 2020 9:59 am|    Updated: July 14, 2020 12:53 pm

India's COVID19 case tally crosses 9 lakh mark with 28,498 new cases

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামাজিক দূরত্ব, সচেতনতা অভিযান, সরকারি উদ্যোগ। কোনওকিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না দেশের করোনা সংক্রমণ। প্রায় প্রতিদিনই নিত্যনতুন রেকর্ড গড়ছে মারণ রোগ। মঙ্গলবারও প্রায় সাড়ে ২৮ হাজার মানুষ COVID-19 আক্রান্ত হয়েছেন। যার জেরে দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা পেরিয়ে গিয়েছে ৯ লক্ষ।

 

মঙ্গলবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ২৮ হাজার ৪৯৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ লক্ষ ৬ হাজার ৭৫২ জন। এদের মধ্যে ৫ লক্ষ ৭১ হাজার ৪৬০ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখনও চিকিৎসাধীন ৩ লক্ষ ১১ হাজার ৫৬৫ জন। অর্থাৎ, সক্রিয় রোগীর থেকে এখন করোনাজয়ীর সংখ্যা প্রায় আড়াই লক্ষ বেশি। সংক্রমণের নিরিখে এখনও বিশ্বে তৃতীয় স্থানে ভারত। উপরে শুধুমাত্র আমেরিকা এবং ব্রাজিল। এর মধ্যে ব্রাজিলের তুলনায় ভারতের সংক্রমণের হার কিছুটা হলেও বেশি।

[আরও পড়ুন: রাহুলের হস্তক্ষেপেও গলছে না বরফ! বিধায়কদের ভিডিও প্রকাশ করে শক্তি প্রদর্শন পাইলটের]

আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৫৫৩ জন। এর ফলে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ২৩ হাজার ৭২৭ জনে। ক্রমশ মৃত্যু হার বৃদ্ধি চিন্তায় রাখছে চিকিৎসকদের। এদিকে গত কয়েক সপ্তাহে উল্লেখযোগ্য হারে বেড়েছে করোনা পরীক্ষার সংখ্যাও। ইতিমধ্যেই দেশে ১ কোটি ২০ লক্ষের বেশি মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে। প্রায় প্রতিদিনই আড়াই লক্ষের বেশি মানুষের করোনা পরীক্ষা করা হচ্ছে।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে