সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথা ছিল, আহমেদাবাদ থেকে মুম্বই পর্যন্ত ছুটবে এ দেশের প্রথম বুলেট ট্রেন৷ কিন্তু এখন পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে গোটা প্রকল্পটাই না বাতিল হয়ে যায়!
কী এমন সমস্যা যার জন্য বুলেট ট্রেন প্রকল্পকেই বাতিল করার কথা ভাবছে সহায়ক জাপানি সংস্থাটি?
প্রায় ৯৮ হাজার কোটি টাকার বুলেট ট্রেন প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেশন হওয়ার কথা ‘মুম্বই’৷ কিন্তু প্রস্তাবিত এলাকায় ‘মুম্বই’ স্টেশন গড়তে রেলকে অনুমতি দিচ্ছে না মহারাষ্ট্র সরকার৷ ‘মুম্বই’ স্টেশন তৈরি হওয়ার কথা মহারাষ্ট্রের অন্যতম ব্যস্ত বিজনেস হাব বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের ভূগর্ভস্থ পথে৷ কিন্তু ওই এলাকায় মুম্বই স্টেশন হলে সরকারি কোষাগারের প্রায় ১০ হাজার কোটি টাকার ক্ষতি হবে বলে মনে করছে মহারাষ্ট্র সরকার৷
ইতিমধ্যেই এই জট কাটাতে রেল মন্ত্রকের কর্তারা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসের সঙ্গে বৈঠক করেছেন৷ মুখ্যমন্ত্রীর আপত্তি সংক্রান্ত ফাইল পৌঁছে গিয়েছে মোদির কাছেও৷ মনে করা হচ্ছে, শেষ পর্যন্ত রেল কর্তাদের অনুরোধে বরফ না গললে বিষয়টিতে হস্তক্ষেপ করতে পারেন খোদ প্রধানমন্ত্রী৷