Advertisement
Advertisement
Indore temple

স্বজনহারারাই বোঝে মৃত্যুর বেদনা, ইন্দোরে মন্দির দুর্ঘটনায় মৃতদের অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারগুলির

রামনবমীর দিন ওই মন্দিরের ছাদ ভেঙে ৩৬ জনের মৃত্যু হয়েছে।

Indore temple tragedy: 8 families rise donate body parts of deceased kin। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:March 31, 2023 7:02 pm
  • Updated:March 31, 2023 7:02 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রামনবমী উপলক্ষে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) বালেশ্বর মহাদেব ঝুলেলাল মন্দিরে বহু ভক্তের সমাগম হয়েছিল। আচমকাই মন্দিরের একটি ছাদ ভেঙে পড়ে। মারা যান ৩৬ জন। এমন মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া এখনও রয়েছে সংশ্লিষ্ট এলাকায়। স্বজনহারাদের শোকে এখনও যেন ভারী বাতাস। তবু এরই মধ্যে দুর্ঘটনায় মৃতদের পরিবারের সদস্যদের মধ্যে কয়েকজন তাঁদের সদ্যমৃত আপনজনদের দেহাংশ দান করার সিদ্ধান্ত নিলেন।

স্বেচ্ছাসেবী সংস্থা মুসকান গ্রুপের তরফে সন্দীপন আর্য এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ”চিকিৎসক ও আমলাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে আমরা কথা বলেছিলাম পরিবারগুলির সঙ্গে। ভগ্ন হৃদয় নিয়েই তাঁরা মত দেন।” জানা গিয়েছে, ৩৬ জন মৃতের মধ্যে ৮ জনের পরিবার সম্মতি দেয় মৃতদের ত্বক ও চোখ দান করার বিষয়ে। নিজেদের অকালপ্রয়াত প্রিয়জনরা যাতে অন্য কারও শরীরের ভিতরে বেঁচে থাকতে পারেন, সেই স্বপ্নই এখন তাঁদের চোখে।

Advertisement

[আরও পড়ুন: ভোটের মুখে খোদ মুখ্যমন্ত্রীর গাড়ি থামিয়ে তল্লাশি নির্বাচন কমিশনের! শোরগোল কর্ণাটকে]

উল্লেখ্য, ইন্দোরের (Indore Temple) বিখ্যাত বেলেশ্বর মহাদেব ঝুলেলাল মন্দিরে রামনবমী উপলক্ষে প্রচুর মানুষ ভিড় জমান। মন্দিরের ভিতরে একটি প্রাচীন কুয়ো রয়েছে। কিন্তু পরে সেই কুয়োর উপরে একটি ছাদ তৈরি করা হয়। সেই ছাদের উপরেই অনেকে দাঁড়িয়েছিলেন। ভিড়ের চাপেই ছাদটি ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে কুয়োর মধ্যে তলিয়ে যান বহু ভক্ত।

Advertisement

[আরও পড়ুন: রামনবমীতে রামমূর্তিতে মালা পরাতে গিয়ে গায়ে পা তুলে ছবি বিজেপি বিধায়কের! বিতর্ক তুঙ্গে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ