Advertisement
Advertisement

সিন্ধু জলবণ্টন চুক্তি বাতিল করার পথে ভারত

“জল এবং রক্ত কখনও একসঙ্গে বইতে পারে না৷ পাকিস্তানের ক্রমাগত হিংসার পরিবর্তে ভারত বরাবরই তাঁদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে চেয়েছে৷ কিন্তু সবসময় তা আর সম্ভব নয়৷”

Indus Waters Treaty Will Remain, But India's Move Will Irk Pakistan
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 26, 2016 6:16 pm
  • Updated:September 26, 2016 6:18 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিন্ধু জলবণ্টন চুক্তি নিয়ে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সোমবার উরি জঙ্গি হামলার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারত-পাকিস্তান সিন্ধু জলবণ্টন চুক্তি খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন৷ আর সেই আলোচনাতেই প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দেন, “জল এবং রক্ত কখনও একসঙ্গে বইতে পারে না৷ পাকিস্তানের ক্রমাগত হিংসার পরিবর্তে ভারত বরাবরই তাঁদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে চেয়েছে৷ কিন্তু সবসময় তা আর সম্ভব নয়৷”

প্রসঙ্গত, উরিতে জঙ্গি হামলায় ১৮ জন ভারতীয় সেনার মৃত্যুর পরেই পাকিস্তানের বিরুদ্ধে কঠোর হয়েছে ভারতীয় প্রশাসন৷ সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে সংশ্লিষ্ট বৈঠকে যোগ দেন দেশের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, জলসম্পদ সচিব শশী শেখর, বিদেশ সচিব এস জয়শঙ্কর প্রমুখ৷ ১৯৬০ সালে হওয়া ভারত-পাকিস্তান সিন্ধু জলবণ্টন চুক্তির মাধ্যমে ভারত বরাবরই পাকিস্তানকে কৃষি ও শিল্পক্ষেত্রে সাহায্য করে এসেছে৷ কিন্তু উপকারের বদলে বরাবরই এসেছে হিংসার উত্তর৷ ক্রমাগত পাক হিংসাকে যে ভারত কোনওভাবেই আর প্রশ্রয় দেবে না, তা আজ মোদির বক্তব্যে স্পষ্ট৷

Advertisement

সোমবার এই আলোচনায় সিন্ধু জলবণ্টন নিয়ে ঠিক কী সিদ্ধান্ত হল, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে৷ যদিও সূত্রের খবর, ভারত এই জলবণ্টন চুক্তি সম্পূর্ণ এখনই বাতিল না করলেও চুক্তির শর্তকে আরও কঠোর করে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে৷ আর এই শর্তের মাধ্যমেই পাকিস্তানকে চাপে রাখার চেষ্টা করছে নরেন্দ্র মোদির সরকার৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ