Advertisement
Advertisement

Breaking News

পুরনো নোট নিতে অস্বীকার হাসপাতালের, মৃত শিশু

নোট বাতিল এবং হাসপাতালের অমানবিক আচরণের শিকার হয়েছে সে৷

Infant girl dies after Pune hospital refuses to accept demonetised notes
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 21, 2016 6:19 pm
  • Updated:November 21, 2016 6:19 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোট্ট মেয়েটির হৃৎপিণ্ডে অস্ত্রোপচারের জন্য প্রয়োজন ছিল নতুন টাকার নোট৷ জোগাড় করতে পারেনি বাবা-মা৷ হাসপাতাল কর্তৃপক্ষের হাতে-পায়ে ধরে আগাম হিসাবে পুরনো টাকা দিতে চেয়েছিলেন৷ কিন্তু রাজি হয়নি কর্তৃপক্ষ৷ বাধ্য হয়েই অসুস্থ অবস্থাতেই ছোট্ট মেয়েটিকে নিয়ে অন্য হাসপাতালের দিকে রওনা হন তাঁরা৷ কিন্তু ততক্ষণে পেরিয়ে গিয়েছে অনেকটা সময়৷ আর তাই অন্য হাসপাতালে ভর্তি করে দ্রুত চিকিৎসা শুরু হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি ছোট্ট মেয়েটিকে৷ নোট বাতিল এবং হাসপাতালের অমানবিক আচরণের শিকার হয়েছে সে৷

রবিবার পুণের রুবি হাসপাতালের বিরুদ্ধে এই অভিযোগ আনেন শিশুর বাবা-মা গৌরব কুন্তে এবং আম্রপালি কুন্তে৷ তাঁদের দাবি, চিকিৎসকের সুপারিশেই নিজের মেয়েকে নামী হাসপাতালে শনিবার নিয়ে যান তাঁরা৷ হার্ট সার্জারির খরচ জানতে কাউন্টারে গেলে কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়, চিকিৎসার জন্য মোট সাড়ে তিন লক্ষ টাকা লাগবে৷ এত নতুন টাকার নোট না থাকায় শিশুটির বাবা কর্তৃপক্ষের কাছে আর্জি জানান অগ্রিম টাকা হিসাবে পুরনো নোটের ১ লক্ষ টাকা নিতে৷ কিন্তু বাতিল হয়ে যাওয়া নোট নিতে অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ৷ শুধু তাই নয় অভিযোগ, শিশুটির বাবা চেক ও কার্ডের মাধ্যমে টাকা দিতে চাইলেও সেটা নিতে অস্বীকার করে তারা৷ কারণ হিসাবে চেক ভাঙিয়ে আসতে দেরি হবে বলে জানানো হয় তাদের পক্ষ থেকে৷

Advertisement

এমন টালমাটাল অবস্থায় শিশুটিকে নিয়ে বাধ্য হয়েই অন্য একটি বেসরকারি হাসপাতালের দিকে রওনা হন তাঁরা৷ হাসপাতালে ভর্তি করে শিশুটির চিকিৎসা শুরু হলেও, ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে৷ আর তাই প্রাণে বাঁচানো গেল না শিশুটিকে৷ অমানবিকতার বলি হল ছোট্ট মেয়েটি৷

Advertisement

যদিও এই ধরনের যে কোনও ঘটনার কথাই অস্বীকার করা হয়েছে রুবি হাসপাতালের পক্ষ থেকে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ