Advertisement
Advertisement

Breaking News

জেল পালানোর চেষ্টা ৪৯ বন্দির, প্রহৃত জেল সুপার

নিরপত্তা বলয় ভেঙে জেলের প্রধান ফাটক পর্যন্ত চলে এসেছিল বন্দিরা৷

Inmate killed, jailor injured in Goa Jail escape bid
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 25, 2017 7:59 am
  • Updated:January 25, 2017 7:59 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জেল ভেঙে পালানোর চেষ্টা করল ৪৯ জন বন্দি৷ হামলার শিকার হয়ে মৃত্যু হয়েছে এক বন্দির৷ আহত আরও অনেকে৷ আহতদের মধ্যে জেল সুপার, দু’জন নিরাপত্তারক্ষীও রয়েছেন৷ রাতভর বন্দিদের তাণ্ডবে তছনছ হয়ে গিয়েছে গোয়ার সাদা সাব জেল৷

নির্বাচনে জিতলেই অযোধ্যায় হবে রাম মন্দির, ঘোষণা বিজেপির

Advertisement

জানা গিয়েছে, মঙ্গলবার রাত এগারোটা নাগাদ কোনও কারণে বন্দি ও কারাকর্মীদের মধ্যে বচসা হয়৷ যা হাতাহাতির পর্যায়ে পৌঁছায়৷ এই গণ্ডগোলের সুযোগ নিয়েই ৪৯ জন বন্দি মিলে একসঙ্গে জেলে হামলা চালায়৷ প্রায় গোটা জেল চত্বরই ঘিরে ফেলেছিল তাঁরা৷ সেই সময়ই তাঁদের হামলার মুখে পড়ে বিনায়ক কোরবাটকর নামে এক বন্দি৷ কুপিয়ে খুন করা হয় তাকে৷ খুনের অভিযোগে অভিযুক্ত ছিল বিনায়ক৷ সেই দিনই গোয়ার সাদা সাব জেল থেকে মহারাষ্ট্রের ওরাস জেলে স্থানান্তরিত করার কথা ছিল তাকে৷ কিন্তু কোনও কারণে ওরাস জেল সেদিন স্থানান্তর প্রক্রিয়া স্থগিত রাখে৷ ফলে সেদিনের জন্য গোয়ার জেলেই থেকে যায় বিনায়ক৷

Advertisement

ভোটের কাছে মহিলাদের মর্যাদাও তুচ্ছ, নেতার মন্তব্যে বিতর্কের ঝড়

ঘটনায় গুরুতর আহত হয়েছেন জেল সুপার ভিত্তল গওয়াসও৷ বিদ্রোহী বন্দিরা তাড়া করে মারে তাঁকে৷ আহত দুই নিরাপত্তারক্ষী ও একাধিক বন্দি৷ নিরাপত্তা বলয় ভেঙে জেলের প্রধান ফটক পর্যন্ত চলে এসেছিল বন্দিরা৷ কিন্তু ততক্ষণে পুলিশের বিশেষ টিম খবর পেয়ে পৌঁছে গিয়েছিল৷ ভোর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷ তবে বন্দিদের হাতে জেলটি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ বিদ্রোহী বন্দিদের আলাদা করে রাখা হয়েছে৷

OMG! ইনিই ‘কম্যান্ডো ২’-এর পরিচালক!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ