Advertisement
Advertisement

‘সুন্দরী’ তকমায় ক্ষুব্ধ আইপিএস, কিন্তু কেন?  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : কেরলের সেই আইপিএস ট্রেনিকে মনে আছে? সুন্দরী হওয়ার কারণে যাঁর ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়৷ আরও একবার খবরের শিরোনামে তিনি৷ এবারও কারণ তাঁর সৌন্দর্য৷ তবে এবার নিজের সুন্দরী তকমাতে ক্ষুব্ধ তিনি৷ তীব্র সমালোচনায় সে তকমাকে নস্যাৎ করেছেন তিনি৷আরও পড়ুন:মহারাষ্ট্রে ভোটের আঁচ, প্রথম তালিকা প্রকাশ এনসিপির, বারামতিতে প্রার্থী খোদ অজিত পওয়ার!বাতিল বিসিসিআই-এর […]

IPS-Officer-Slams-Article-Objectifying-Women
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 25, 2016 4:04 pm
  • Updated:May 25, 2016 4:14 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : কেরলের সেই আইপিএস ট্রেনিকে মনে আছে? সুন্দরী হওয়ার কারণে যাঁর ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়৷ আরও একবার খবরের শিরোনামে তিনি৷ এবারও কারণ তাঁর সৌন্দর্য৷ তবে এবার নিজের সুন্দরী তকমাতে ক্ষুব্ধ তিনি৷ তীব্র সমালোচনায় সে তকমাকে নস্যাৎ করেছেন তিনি৷

IPS

Advertisement

কে তিনি? তিনি মেরিন যোসেফ৷ বহাল কোচির এসিপি পদে৷ তাঁকে নিয়ে একাধিক খবর প্রকাশিত হয়েছে৷ ‘ব্রেন উইথ বিউটি’ হিসেবেই তাঁকে তুলে ধরেছে সংবাদমাধ্যম৷ সম্প্রতি সেরকমই একটি খবর আবার দেখে রীতিমতো ক্ষুব্ধ তিনি৷ জানিয়েছেন, সুন্দরী তকমা সেঁটে তাঁদের দেখতে বলার অর্থ তাঁদের সাফল্যকে খাটো করা৷ বুদ্ধিমত্তা, পরিশ্রম  দিয়ে তাঁরা যে স্বনির্ভরতার জায়গায় নিজেদের প্রতিষ্ঠা করেন, তা যখন স্রেফ সৌন্দর্যের চৌকাঠে গিয়ে আটকে যায়, তখন লড়াইয়ের মর্যাদা ক্ষুণ্ণ হয় বলে মত তাঁর৷

imageপিতৃতান্ত্রিক সমাজব্যবস্থায় মহিলাদের বস্তু হিসেবে দেখার এই দৃষ্টিভঙ্গির সমালোচনায় মুখর হয়েছেন তিনি৷ বরং জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও এই গণতান্ত্রিক কাঠামোয় যে সমস্ত মহিলা অফিসাররা নিজেদের কাজ সঠিকভাবে করে চলেছেন, তাঁদের কাজটুকু অ্যাপ্রিসিয়েট করলেই তাঁদের যথোচিত সম্মান দেওয়া হবে বলে মনে করেন তিনি৷ কেন সুপুরুষ আইপিএসদের নিয়ে খবর হয় না, সে প্রশ্নও তুলেছেন তিনি৷

merin-1

সম্প্রতি অসমের বিজেপি বিধায়ক আঙুরলতা ডেকাও তাঁর সৌন্দর্যের কারণে সারা দেশের কাছে সেনসেশন হয়ে উঠেছেন৷ অনেকেই বলছেন, এই আলোচনার কারণ পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থার এক পুরনো রোগ৷ সুন্দরী মহিলা মাত্রই তিনি বুদ্ধিমান হবেন এমনটা ভাবা এ কাঠামোর অভ্যাসে নেই৷ তাই রূপে লক্ষী গুণে সরস্বতীদের সবসসময় আলাদা আসনে বসানো হয়৷ ‘উইমেন অবজিক্টেফিকেশন’-এর এও এক ছবি৷ আঙুরলতা বা মেরিন যোসেফের ক্ষেত্রে তাই হয়েছে৷ মেরিনের এ সমালোচনা সেই প্রাচীন সেই দৃষ্টিভঙ্গির মুখের উপর সপাট জবাব হয়ে থাকল৷

Merin-Joseph-in-civil-dress

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement