Advertisement
Advertisement
Iqbal Ansari

এ কেমন নকশা! অযোধ্যার মসজিদ নিয়ে অসন্তুষ্ট ইকবাল আনসারি

রামমন্দির উদ্বোধনে উপস্থিত থাকবেন ইকবাল।

Iqbal Ansari unhappy with Ayodhya mosque design | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:January 17, 2024 3:52 pm
  • Updated:January 17, 2024 6:11 pm

সুলয়া সিংহ, অযোধ্যা: অযোধ্যার নির্মীয়মাণ মসজিদ নিয়ে অসন্তুষ্ট বাবরি মসজিদ-রামমন্দির জমি বিতর্কের অন্যতম মামলাকারী ইকবাল আনসারি (Iqbal Ansari)। ট্রাস্টের প্রধান তথা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান জাফর ফারুকির কাজে রীতিমতো উষ্মা প্রকাশ করলেন তিনি। মসজিদের নকশা নিয়ে আপত্তি রয়েছে, সংবাদ প্রতিদিন ডিজিটালকে একান্ত সাক্ষাৎকারে সাফ জানালেন ইকবাল।

২২ জানুয়ারি রামমন্দির (Ram Mandir) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই অনুষ্ঠানে আমন্ত্রিত ইকবাল। রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগেভাগে অযোধ্যা-সহ গোটা ভারতের মানুষকে সম্প্রীতির বার্তা দিচ্ছেন বাবরির মামলাকারী। বলেন, “ধর্মীয় কাজকে অযোধ্যার মানুষেরা সব সময় সবার উপরে রাখে। ট্রাস্টের সদস্যরা আমন্ত্রণ জানিয়েছেন। আমি যাব।” ইকবালের আরও দাবি, ২০১৯ সালে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল, তাকে স্বাগত জানিয়েছে দেশের মুসলিম সমাজ। তাঁর কথায়, “প্রকৃত ধার্মিক ব্যক্তি সব ধর্মকে সম্মান করেন।”

Advertisement

 

Advertisement

[আরও পড়ুন: সিমকার্ড, ইন্টারনেট ছাড়াই ফোনে চলবে ভিডিও! প্রয়ুক্তিতে ‘বিপ্লব’ আনবে কেন্দ্র]

সুপ্রিম রায়ের ফলেই মসজিদ নির্মাণের জন্য পাঁচ একর জমি দেওয়া হয়েছিল উত্তরপ্রদেশ সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড ‘ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন ট্রাস্ট’কে। ওই ট্রাস্টের কাজ নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করলেন ইকবাল। নির্মীয়মাণ মসজিদ নিয়ে প্রশ্ন করায় বাবরি মামলাকারী বলেন, “ট্রাস্টের প্রধান জাফর ফারুকি সংবাদমাধ্যমকে কেবল মসজিদের একটা ছবি দেখান। ওই ছবি দেখে মনে হয় ভবনটি বুঝি মিউজিয়াম। মসজিদের নকশা করলে এতদিনে কাজ হয়ে যেত।” পাশাপাশি বিতর্কিত জমি থেকে বহু দূরে নির্মীয়মাণ মন্দির নিয়ে স্থানীয়রা উৎসাহী নয় বলেই দাবি ইকবালের। তিনি জানান, স্থানীয় পুরনো মসজিদগুলিতে আগের মতোই নমাজ পড়েন মুসলিমরা।

একান্ত সাক্ষাৎকারে ইকবান মানলেন, রামমন্দির নির্মাণের ফলে এলাকায় আর্থিক উন্নয়ন হবে। বলেন, “ভিড় হলে দুকানদারি বাড়ে।” আগামী লোকসভা ভোটের আগে বিজেপি রামমন্দির নিয়ে রাজনীতি করছে? ইকবালের উত্তর, মোদি সরকার বিকাশের কাজ করছে। তাছাড়া যে যা করবে ভবিষ্যতে তার ফলও পাবে।

 

[আরও পড়ুন: দুয়ারে সরকারেও ‘বঞ্চিত’, সরকারি পরিষেবা দিতে নয়া কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর]

উল্লেখ্য, রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলায় অন্যতম মামলাকারী ছিলেন ইকবালের বাবা হাসিম আনসারি৷ ২০১৬ সালে ৯৫ বছর বয়সে মৃত্যু হয়েছে তাঁর। এর পর ইকবাল মামলাটি লড়েন৷ ২০১৯ সালে বিতর্কিত জমিতে রামমন্দির নির্মাণের ঐতহাসিক রায় দেয় সুপ্রিম কোর্ট। অন্যদিকে মসজিদ নির্মাণের জন্য ভিন্ন জায়গায় পাঁচ একর জমি দেওয়া হয় মামলাকারী মুসলিম পক্ষকে। আগামী ২২ জানুয়ারি বহু প্রতিক্ষিত মন্দিরের উদ্বোধন। যেখানে আমন্ত্রিত ইকবাল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ