Advertisement
Advertisement

নোট বাতিল কতটা আইনসম্মত, খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

নোট বাতিল কি আদৌ আইন সম্মত?

Is Demonetisation legally valid or not, It will decide 5 judge bench of SC
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 16, 2016 5:11 pm
  • Updated:December 16, 2016 5:11 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  নোট বাতিল কি আদৌ আইন সম্মত? কেন্দ্রের এই সিদ্ধান্তে কি দেশবাসীর মৌলিক অধিকার ক্ষুন্ন হচ্ছে? এবার সেটা খতিয়ে দেখবে সুপ্রিম কোর্টে ৫ বিচারপতির বেঞ্চ।

প্রসঙ্গত, নোট বাতিল নিয়ে অনেকেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে। শুক্রবার ছিল সেই মামলারই শুনানি। এদিন সুপ্রিম কোর্ট জানায়, পুরনো নোট ব্যবহারের সময়সীমা আরও কিছুদিন বাড়ানো হবে কিনা তা সরকারের সিদ্ধান্ত। এবিষয়ে শীর্ষ আদালত কোনও হস্তক্ষেপ করবে না।

Advertisement

তবে সপ্তাহে ব্যাঙ্ক থেকে ২৪ হাজার টাকা তোলার যে সীমা কেন্দ্র বেঁধে দিয়েছে, নগদ না থাকায় মানুষ সেটুকুও পাচ্ছে না। এমন অভিযোগও সুপ্রিম কোর্টে জমা পড়েছে। সেবিষয়টি অবশ্য খতিয়ে দেখতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের ৫ বিচারপতির বেঞ্চ।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ