Advertisement
Advertisement

Breaking News

৮২টি উপগ্রহ মহাকাশে পাঠিয়ে রেকর্ড গড়ার লক্ষ্যে ইসরো

২০১৮ সালের ডিসেম্বরে ইসরো দ্বিতীয় চন্দ্রাভিযান সম্পন্ন করবে৷

ISRO planning to launch record 82 satellites in one mission by next year
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 29, 2016 4:00 pm
  • Updated:October 29, 2016 4:00 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও নতুন রেকর্ড গড়ার পথে ইসরো৷ আগামী বছর বিভিন্ন দেশ থেকে সংগৃহীত মোট ৮২টি উপগ্রহ একসঙ্গে উৎক্ষেপণের সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন৷ মার্স অরবিটার মিশনের প্রজেক্ট ডিরেক্টর সুব্বিয়া অরুণন চলতি বছরের ব্র্যান্ড ইন্ডিয়া সামিটে এই কথা জানিয়েছেন৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, আগামী বছর ১৫ জানুয়ারি এক স্পেস মিশনে এক সঙ্গে ৮২ টি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে৷ এর মধ্যে ৬২টি স্যাটেলাইট আমেরিকায় তৈরি এবং ২০ টি ইউরোপে৷

ইসরোর এই স্যাটেলাইট উৎক্ষেপণ PSLV প্রকল্পের চতুর্থ ধাপ অতিক্রম করল৷ উৎক্ষেপণের পর উপগ্রহগুলি পৃথিবী থেকে ৫৮০ কিলোমিটার দূরত্বে কক্ষপথে বসবে বলেও জানানো হয়েছে সংস্থার তরফে৷

Advertisement

এটাই নয়, অরুণন আরও জানিয়েছেন, ২০১৮ সালের ডিসেম্বরে ইসরো দ্বিতীয় চন্দ্রাভিযান সম্পন্ন করবে৷ ওই বছর ডিসেম্বর মাসে চন্দ্রযান-২ চাঁদের মাটিতে পৌঁছাবে বলে জানান তিনি৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ