Advertisement
Advertisement

এবার সিয়াচেনে ভারতীয় জওয়ানদের চিকিৎসা পরিষেবা পৌঁছে দেবে ইসরো

স্যাটেলাইটের মাধ্যমে পৌঁছাবে চিকিৎসা পরিষেবা, কীভাবে জানেন?

ISRO to help providing medical aid to Siachen soldiers
Published by: Tanujit Das
  • Posted:August 25, 2018 12:14 pm
  • Updated:August 25, 2018 12:14 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের ভয়ঙ্করতম যুদ্ধক্ষেত্রে ভারতীয় সেনাকে সাহায্য করতে এগিয়ে এল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো৷ সিয়াচেনে ভারতীয় সেনার চিকিৎসাজনিত সাহায্যার্থে অভাবনীয় প্রযুক্তি নিয়ে এলে সংস্থাটি৷ প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে যৌথ উদ্যোগে এবার এই প্রযুক্তিতেই ভারতীয় সেনার তিন বাহিনীকে চিকিৎসা পরিষেবা প্রদান করবে ইসরো৷

[‘রাহুল গান্ধী কনট্র্যাক্ট কিলার, দেশের ভাবমূর্তিকে নষ্ট করার সুপারি নিয়েছেন’]

Advertisement

শুক্রবার এই পরিষেবা সংক্রান্ত একটি মউ স্বাক্ষর করেছে ইসরো ও প্রতিরক্ষা মন্ত্রক৷ ইসরোর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডিইসিইউ বিভাগের ডিরেকটর বীরেন্দ্র কুমার এবং ভারতীয় সেনার সশস্ত্র বাহিনীর মেডিক্যাল পরিষেবা বিভাগের ডিরেক্টর লেফটেন্যান্ট জেনারেল বিপিন পুরি৷ ভারতীয় সেনাকে কেমন ভাবে সাহায্য করবে ইসরো এই নয়া পরিষেবা? জানা গিয়েছে, এক্ষেত্রে ভারতীয় সেনার তিন বাহিনী ও সিয়াচেনে ভারতীয় সেনার জওয়ানদের জন্য ব্যবস্থা করা হয়েছে স্যাটেলাইট টেলি যোগাযোগ ব্যবস্থার৷ যার মাধ্যমে দুর্গম স্থানে ভারতীয় সেনার বেস ক্যাম্পেও অতিসহজে পৌঁছে যেতে পারবেন অভিজ্ঞ চিকিৎসকরা৷ তৎক্ষণাৎ জওয়ানদের যেকোনও ধরনের চিকিৎসার প্রয়োজন হলে দূর থেকে বসেই তাঁদের পরামর্শ দিতে পারবেন চিকিৎসকরা৷ ফলে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই প্রাথমিক বা কোনও কোনও ক্ষেত্রে সম্পূর্ণ চিকিৎসা করাই সম্ভবপর হবে৷

Advertisement

জানা গিয়েছে, প্রথম ধাপে ভারতীয় স্থল-জল-বায়ু সেনার জন্য ৫৩টি স্যাটেলাইট টেলি যোগাযোগের ব্যবস্থা করা হয়েছে৷ তবে আরও বাড়তি চারটি পরিষেবা ব্যবস্থা দেওয়া হচ্ছে বিশ্বের উচ্চতম রণক্ষেত্র সিয়াচেনে কর্মরত ভারতীয় সেনা জওয়ানদের৷ কারণ, প্রথমত সেখানে যোগাযোগের তেমন কোনও মাধ্যম নেই৷ মাধ্যম বলতে কেবল ভারতীয় সেনার হেলিকপ্টার৷ দ্বিতীয়ত, সারা বছর হিমাঙ্কের অনেক নিচে তাপমাত্রা থাকায় সবর্দাই সেখানে প্রয়োজন পড়তে পারে চিকিৎসকের৷

[প্রণব মুখোপাধ্যায়ের পর এবার আরএসএসের মঞ্চে রতন টাটা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ