Advertisement
Advertisement

এক মিশনে মহাকাশে ২২টি উপগ্রহ, রেকর্ডের পথে ইসরো

একই সঙ্গে ২২টি স্যাটেলাইট মহাকাশে পাঠাতে চলেছে ইসরো৷

isro-to-launch-record-22-satellites-in-single-mission
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 30, 2016 4:17 pm
  • Updated:May 30, 2016 4:22 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একই সঙ্গে ২২টি স্যাটেলাইট মহাকাশে পাঠাতে চলেছে ইসরো৷ চলতি বছরের জুন মাসেই একটি বিশেষ মিশনে সেগুলিকে পাঠানো হবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে৷ সেইসঙ্গে নয়া রেকর্ডেরও মুখোমুখি হতে চলেছে ইসরো৷

এর আগে ২০০৮ সালে একটিই মিশনে ইসরোর তরফে মোট দশটি স্যাটেলাইটকে মহাকাশে পাঠানো হয়েছিল৷ এখনও পর্যন্ত সেটাই ছিল রেকর্ড৷ এবার তা ভাঙতে চলেছে৷  ইসরোর চেয়ারম্যান কিরণ কুমার জানিয়েছেন, এবার বিশেষ একটি কাজে মোট ২২টি উপগ্রহকে এ18TH_PSLV_C31_2701222fকসঙ্গে পাঠানো হবে মহাকাশে৷

Advertisement

এই উপগ্রহগুলির মধ্যে তিনটি তৈরি এদেশেই৷ তার মধ্যে দুটি তৈরি করেছেন দেশের দুই ছাত্র৷ বাকিগুলো আনা হয়েছে কানাডা, জার্মানির মতো বিভিন্ন দেশ থেকে৷ ঠিক কোন কাজে এগুলিকে পাঠানো হবে তা এখনই খোলসা করে বলতে চান না বিজ্ঞানীরা৷  তবে ‘রিইউজেবল লঞ্চ ভেহিকল’ প্রযুক্তিতে সাফল্যের পর এই কাজেই আপাতত মনযোগী বিজ্ঞানীরা৷ প্রযুক্তিগত নানারকম পরীক্ষার কাজ একই সঙ্গে করতে চান বিজ্ঞানীরা৷ আর তাই একসঙ্গে এতগুলো উপগ্রহ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ ইসরোর ‘ওয়ার্কহর্স পোলার রকেট PSLV C34’ থেকেই উৎক্ষেপণ করা হবে এই কৃত্রিম উপগ্রহগুলিকে৷

Advertisement

মহাকাশবিদ্যায় ভারতের অগ্রগতিতে একের পর এক সাফল্যে পৌঁছেছে ইসরো৷ উৎক্ষেপণের এই নতুন রেকর্ড নিঃসন্দেহে সেই অগ্রগতিতে একটি মাইলফলক হয়ে থাকবে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ