Advertisement
Advertisement

জল পরিশোধনে দেশকে পথ দেখাচ্ছে জামশেদপুর

নোংরা জল পরিশুদ্ধ করে ব্যবহার উপযোগী করে তোলার কাজ এ শহরে চলছে জোরকদমে৷ সব ঠিকঠাক চললে এই প্রকল্প বাস্তব রূপায়ণের ক্ষেত্রে দেশে প্রথম শহর হবে জামশেদপুরই৷

jamshedpur-soon-to-become-india-s-first-zero-sewerage-discharge-city
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 23, 2016 12:42 pm
  • Updated:May 23, 2016 12:50 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশ জুড়ে চলতে থাকা খরা পরিস্থিতি জল সংরক্ষণে নিয়ে নতুন করে ভাবিয়েছে সব মহলকে৷ ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বারবার করে এ বিষয়ে আর্জি জানাচ্ছেন৷ ব্যক্তিগত স্তরে যেমন উদ্যোগ দেখা যাচ্ছে কোথাও, তেমনই প্রশাসনিক স্তরেও বড়সড় পদক্ষেপ নিল জামশেদপুর৷ নোংরা জল পরিশুদ্ধ করে ব্যবহার উপযোগী করে তোলার কাজ এ শহরে চলছে জোরকদমে৷ সব ঠিকঠাক চললে এই প্রকল্প বাস্তব রূপায়ণের ক্ষেত্রে দেশে প্রথম শহর হবে জামশেদপুরই৷

নর্দমার জলে মিশে থাকা সবরকমের নোংরা দূর করে বৈজ্ঞানিক উপায়ে জলকে পুনরায় ব্যবহারের উপযোগী করে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে৷ কাজ চলছে পুরোদমে৷ প্রতিদিন প্রায় ৪০ মিলিয়ন লিটার জল পরিশুদ্ধ করা হবে বলে জানা গিয়েছে৷ বিস্তপুর ও বারায় দুটি ওয়াটার প্ল্যান্টে চলছে কাজ৷ ‘জামশেদপুর ইউটিলিটিজ ও অ্যান্ড সার্ভিস কোম্পানি’র ডেপুটি জেনারেল ম্যানেজার রবীন্দ্রনাথ সিং এই প্রকল্পের খবর দিয়ে জানিয়েছেন, জল অপচয় রোধে সবরকম চেষ্টা চলছে৷

Advertisement

দেশে জল সংকট যেভাবে মাথাচাড়া দিয়েছে তাতে বৃষ্টির জল সংরক্ষণ আবশ্যিক৷ পাশাপাশি নোংরা জল পরিশুদ্ধ করে পুনরায় ব্যবহার করা হলে শিল্পাঞ্চলের সমস্যা অনেকটাই মিটবে৷ ফলত পানীয় জলের অপ্রতুলতাও কমবে৷ দেশের প্রয়োজনের মুহূর্তেই এই প্রকল্প নিয়েছে জামশেদপুর৷ জল শুদ্ধিকরণের এই প্রকল্পের বাস্তবায়ন জামশেদপুরের কাছে মাইলফলক৷ সেক্ষেত্রে সারা দেশের কাছেও মডেল হয়ে দাঁড়াবে এই শহর৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ