Advertisement
Advertisement

জাঠ আন্দোলনের জেরে কড়া নিরাপত্তা বলয়ে হরিয়ানা

পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার পাশাপাশি বিভিন্ন স্থানে ৪৮ কোম্পানি আধাসামরিকবাহিনীর জওয়ানদেরও মোতায়েন করা হয়েছে৷ আরও ১৫ কোম্পানি আধাসেনা চেয়ে আবেদন জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে৷

Jat quota stir: Haryana on high alert, paramilitary services deployed in sensitive areas
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 5, 2016 4:08 pm
  • Updated:June 5, 2016 4:08 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মথুরাকাণ্ডের পর থেকে জাঠ বিক্ষোভ নিয়ে বাড়তি সতর্কতা গোটা হরিয়ানা জুড়ে৷ ইতিমধ্যেই কড়া নিরাপত্তার মোড়কে ঢেকে ফেলা হয়েছে পুরো রাজ্য৷ পুলিশের তরফে শান্তিপূর্ণভাবে আন্দোলন করার জন্য বিক্ষোভকারীদের অনুরোধ করা হয়েছে৷ নজর রাখা হচ্ছে সোশ্যাল মিডিয়াগুলিতেও, যাতে কোনওরকম উস্কানি বা গুজব ছড়াতে না পারে৷

পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার পাশাপাশি বিভিন্ন স্থানে ৪৮ কোম্পানি আধাসামরিকবাহিনীর জওয়ানদেরও মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন হরিয়ানার অতিরিক্ত মুখ্যসচিব রাম নিবাস৷ আরও ১৫ কোম্পানি আধাসেনা চেয়ে আবেদন জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে৷

Advertisement

মাত্র একটি সংগঠন আন্দোলনের ডাক দিলেও মথুরা-কাণ্ডের পর কোনও ঝুঁকি নিচ্ছে না হরিয়ানা প্রশাসন৷ অনির্দিষ্ট কালের জন্য পুলিশকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে৷ চলতি বছরের ফেব্রুয়ারিতেও জাঠদের আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছিল হরিয়ানা৷ সেই অভিজ্ঞতার কথাও মাথায় রাখছে হরিয়ানা সরকার৷ সেবারে মুনাক খাল দিয়ে দিল্লিতে জল সরবরাহ বন্ধ করে দেয় বিক্ষোভকারীরা৷ তাই এবারে আধাসেনা মোতায়েন করা হয়েছে সোনিপথ জেলার পশ্চিম যমুনা খালে।

Advertisement

সড়ক ও রেলপথ সুরক্ষিত রাখার জন্যও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে৷ পুলিশের তরফে জানানো হয়েছে, প্রতিটি জেলায় একটি করে স্পর্শকাতর স্থান নির্বাচন করা হয়েছে৷ সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে৷ চলছে আধাসেনার টহলদারি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ