Advertisement
Advertisement

নাম না করে প্রধানমন্ত্রীকে কুরুচিকর আক্রমণ জিগনেশের

কু-বাক্যের রাজনীতিতে গা ভাসালেন যুব নেতা৷

Jignesh Mevani called PM Modi 'namak haram'
Published by: Tanujit Das
  • Posted:October 26, 2018 5:38 pm
  • Updated:October 26, 2018 5:38 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী মোদির সম্পর্কে বরাবরই বিষোদগার করেন গুজরাটের বিধায়ক জিগনেশ মেভানি৷ তবে এবার কটূক্তির সব সীমাকে ছাড়িয়ে গেলেন এই দলিত নেতা৷ নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘নমক হারাম’ বলে অপমান করলেন এই যুব নেতা৷ গা ভাসালেন কু-বাক্যের রাজনীতিতে৷

[দিল্লি পুলিশের নামে নালিশ জানাতে দোভালের দ্বারস্থ আইবি প্রধান]

Advertisement

সম্প্রতি অত্যাচারের অভিযোগ তুলে গুজরাট ছেড়েছেন বিহারের শ্রমিকরা৷ এই বিষয়েই বুধবার বিহারে একটি জনসভায় ক্ষোভ উগড়ে দেন জিগনেশ মেভানি৷ তিনি জানান যে, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ ও বিহার থেকে হাজার হাজার শ্রমিক আহমেদাবাদ, সুরাট, রাজকোট ও বরোদাতে কাজ করতে যান৷ তাঁদের পরিশ্রমেই সেখানে ব্রিজ, রাস্তা নির্মিত হয়৷ কিন্তু এই শ্রমিকরাই সেখানে অত্যাচারের মুখে পড়েছেন৷ গুজরাট থেকে কাজ ছেড়ে তাঁদের নিজ নিজ রাজ্যে ফিরে আসতে হয়েছে৷ এরপরেই নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘নমক হারাম’ বলে আক্রমণ করেন জিননেশ৷ কটাক্ষ ও সমালোচনায় ভরিয়ে দেন প্রধানমন্ত্রীকে৷ আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাজিত করার আহবান জানান জনসভায় উপস্থিত সাধারণ জনতাকে৷

Advertisement

[সিবিআই দপ্তরের সামনে বিক্ষোভ, প্রতীকী গ্রেপ্তারি বরণ রাহুলের]

এই বক্তৃতা প্রকাশ্যে আসতেই জিগনেশের সমালোচনায় সরব হয়েছে রাজনৈতিক মহল৷ একজন যুবনেতা, যিনি পরিবর্তনের রাজনীতির কথা বলেন তাঁর মুখে এমন ভাষা শুনে অবাক এবং হতাশ হয়েছেন অনেকেই৷ পাশাপাশি রাজনৈতিক মহলের প্রশ্ন, জিগনেশের এই ভাষাকে কী আদৌ সমর্থণ করবেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ কারণ তার সঙ্গে জিগনেশের সম্পর্কে বরাবরই ভাল৷ বিভিন্ন ইস্যুতে একে অপরকে সমর্থন করতে দেখা গিয়েছে তাঁদের৷ তবে এবার জিগনেশের পাশে কি দেখা যাবে রাহুল গান্ধীকে? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ