Advertisement
Advertisement

Breaking News

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হলেন জে এস খেহর

বুধবার রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বিচারপতি খেহরকে শপথ পাঠ করান৷

Justice Khehar sworn in as 44th chief justice of Supreme Court
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 4, 2017 3:17 pm
  • Updated:January 4, 2017 3:17 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টের ৪৪তম প্রধান বিচারপতির দায়িত্ব নিলেন বিচারপতি জগদীশ সিংহ খেহর৷বুধবার, রাষ্ট্রপতি ভবনে হল শপথগ্রহণ অনুষ্ঠান৷ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বিচারপতি খেহরকে শপথ পাঠ করান৷

সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি এস ঠাকুর গত মাসে প্রধান বিচারপতি পদের জন্য বিচারপতি খেহরের নাম সুপারিশ করেন৷জাস্টিস খেহর শিখ সম্প্রদায়ের প্রথম ব্যক্তি, যিনি দেশের সর্বোচ্চ আদালতের সর্বোচ্চ পদে আসীন হলেন৷

Advertisement

বিচারপতি হিসেবে অনেক গুরুত্বপূর্ণ মামলায় রায়দান করেছেন খেহর৷ বিচারব্যবস্থার স্বতন্ত্র ভূমিকা বজায় রাখতে, বিচারপতি খেহরের নেতৃত্বেই পাঁচ সদস্যের একটি ডিভিশন বেঞ্চ এনজেএসি অ্যাক্ট (ন্যাশনাল জাজেস এপয়েন্টমেন্ট একট) বাতিল করে দিয়েছিল৷এছাড়াও বিচারপতি খেহরের একটি ডিভিশন বেঞ্চ অরুণাচল প্রদেশে রাষ্ট্রপতি শাসন লাগু করার একটি প্রস্তাব ও খারিজ করে দেয়৷ এছাড়াও সাহারা মামলায় সুব্রত রায়কে জেলে পাঠানোর নির্দেশ দেয় যে ডিভিশন বেঞ্চ, সেই বেঞ্চের সদস্যও ছিলেন বিচারপতি খেহর৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ