Advertisement
Advertisement

Breaking News

Karnataka

নজরে আমজনতার ভোগান্তি! কর্ণাটকের গদিতে বসেই বড় সিদ্ধান্ত সিদ্দারামাইয়ার

'উপহারে চাদর বা ফুল নয়, বই দিন', আরজি মুখ্যমন্ত্রীর।

Karnataka CM Siddaramaiah scraps Zero traffic policy for Bengaluru | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:May 22, 2023 1:34 pm
  • Updated:May 22, 2023 1:36 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচন পরবর্তী নাটকীয় অন্তর্কলহের শেষে মসনদে বসেছেন সিদ্দারামাইয়া। ক্ষমতায় এসেই ‘পিপল ফ্রেন্ডলি গভর্নমেন্টের’ প্রতিশ্রতি পালন করে প্রথম পদক্ষেপ করলেন তিনি। এবার বেঙ্গালুরু শহরে মুখ্যমন্ত্রীর কনভয়ের জন্য তৈরি বিশেষ যাননিয়ন্ত্রণ নীতি বা জিরো ট্রাফিক পলিসি বাতিল করলেন সিদ্দা।

রবিবার মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া তাঁর কনভয়ের জন্য যাননিয়ন্ত্রণ নীতি বাতিল করার কথা ঘোষণা করেন। এই মর্মে বেঙ্গালুরু পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর দপ্তরের তরফে। নিজের টুইটার হ্যান্ডেলে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা লেখেন, ‘জিরো ট্রাফিক পলিসি বাতিল করার জন্য আমি পুলিশকে নির্দেশ দিয়েছি। শহরে (বেঙ্গালুরু) আমার কনভয়ের যাতায়াতের জন্য অনেক সময় অন্যান্য যান নিয়ন্ত্রণ করা হয়। এতে সাধারণ মানুষের সমস্যা হয়।’ বলে রাখা ভাল, এর আগে রাজ্যের সদ্যপ্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইও একই পদক্ষেপ করেছিলেন।

Advertisement

এদিকে, সিদ্দারামাইয়া (Siddraramaiah) ঘোষণা করেছেন যে উপহারস্বরুপ চাদর বা ফুল গ্রহণ করবেন না তিনি। বরং গুণগ্রাহীরা বই দিলে তিনি খুশি হবেন। টুইটারে তিনি লেখেন, “আপনাদের সবার ভালবাসা আমার প্রতি থাকবে এটাই আমি আশা করি।”

Advertisement

[আরও পড়ুন: ‘ব্যস্ত হবেন না, সময় রয়েছে’, ২ হাজারের নোট বদল নিয়ে আশ্বস্ত করলেন RBI প্রধান]

উল্লেখ্য, দক্ষিণে বিজেপির একমাত্র গড় কর্ণাটক দখল করেছে কংগ্রেস। এই সাফল্যের অনেকটাই সিদ্দারামাইয়ার কৃতিত্ব। লিঙ্গায়েত ঘনিষ্ঠ ওই বর্ষীয়ান নেতার জনপ্রিয়তাও কম কিছু নয়। গত সপ্তাহে সিদ্দারামাইয়ার শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬ বিরোধী শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজস্থানের অশোক গেহলট, হিমাচলের সুখবিন্দর সিং সুখু, ছত্তিশগড়ের ভুপেশ বাঘেল, তামিলনাড়ুর এম কে স্ট্যালিন, বিহারের নীতীশ কুমার (Nitish Kumar) এবং ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনও উপস্থিত ছিলেন। এরা সকলেই হয় কংগ্রেসের নাহয় কংগ্রেস জোটের। এরা ছাড়াও এনসিপির শরদ পওয়ার, ন্যাশনাল কনফারেন্সের ফারুখ আবদুল্লাহ, পিডিপির (PDP) মেহেবুবা মুফতি, আরজেডির তেজস্বী যাদব, বামেদের তরফে সিপিএমের সীতারাম ইয়েচুরি এবং সিপিআইয়ের ডি রাজা (D Raja) উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন অভিনেতা কমল হাসানও। এছাড়া রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গেরা তো ছিলেনই। সবমিলিয়ে সেখানে বিরোধি ঐক্যের ছবি ফুটে উঠে। 

[আরও পড়ুন: নীতীশের ‘দৌত্য’, কেজরির সঙ্গে কথা বলেই খাড়গের সাক্ষাৎপ্রার্থী বিহারের মুখ্যমন্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ