Advertisement
Advertisement
Karnataka

সামান্য রুটির জন্য রক্তারক্তি! বচসার জেরে প্রাণ গেল যুবকের

পুলিশ তদন্ত শুরু করলেও কাউকে এখনও গ্রেপ্তার করা হয়নি।

Karnataka: man killed after argument over roti
Published by: Biswadip Dey
  • Posted:April 24, 2024 9:04 am
  • Updated:April 24, 2024 9:04 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রুটি নিয়ে বচসা। আর সেই বচসার জেরে শেষপর্যন্ত প্রাণ গেল এক যুবকের। এমনই মর্মান্তিক ঘটনার সাক্ষী হল কর্নাটক (Karnataka)। এখনও অভিযুক্তদের গ্রেপ্তার না করা হলেও পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। নিহত যুবকের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

ঠিক কী হয়েছিল? পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ২২ বছরের দলিত যুবক রাকেশ থাকতেন কর্নাটকের ইয়াদগিরি জেলায়। তিনি রুটি কিনতে পড়শি ফৈয়াজের দোকানে গিয়েছিলেন। দোকানটি মূলত চালাতেন ফৈয়াজের বোন। তিনি জানান, রুটি শেষ। কিন্তু রাকেশ জোর করতে থাকেন তাঁকে রুটি বানিয়ে দেওয়ার জন্য। আর এই নিয়েই শুরু হয় কথা কাটাকাটি। শুরুতে তরুণী বাড়িতে একাই ছিলেন। কিন্তু রাকেশের সঙ্গে গোলমাল শুরু হলে তিনি ফৈয়াজকেও ডাকেন। এখান থেকেই অশান্তি আরও তীব্র হয়। অভিযোগ, এর পরই ফৈয়াজ মারধর করেন রাকেশকে। যার ফলশ্রুতি ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে মৃত্যু হয় তাঁর।

Advertisement

[আরও পড়ুন: চরম গরমে প্রিয় পোষ্যকে সুস্থ রাখবেন কীভাবে? রইল সহজ কিছু টিপস]

যদিও রাকেশের পরিবার থানায় যায়নি। ফৈয়াজের পরিবারের থেকে আর্থিক ক্ষতিপূরণ নিয়েই মুখ বন্ধ রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন নিহতের পরিবারের সদস্যরা। জেলার পুলিশ কর্তা সঙ্গীতার নির্দেশে শেষ পর্যন্ত এফআইআর দায়ের করেন তাঁরা। পুলিশ তদন্ত শুরু করে। একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তবে দুই অভিযুক্তর কাউকেই এখনও গ্রেপ্তার করা হয়নি। আপাতত অপেক্ষা ময়না তদন্তের রিপোর্টের। যা সামনে এলেই পরবর্তী পদক্ষেপ করবেন তদন্তকারীরা, সূত্রানুসারে এমনটাই জানা যাচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: জঙ্গিদের টার্গেট! নিরাপত্তা বাড়ছে মুখ্যমন্ত্রী ও অভিষেকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ