Advertisement
Advertisement
Karnataka

‘কেউ জানে না হিন্দুধর্মের উৎপত্তি কবে’, কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে বিতর্ক

কে হিন্দুধর্মের প্রবর্তন করেছিলেন, সেই প্রশ্নও তুলেছেন কংগ্রেস নেতা।

Karnataka ministers remark on Hinduism sparked row। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:September 6, 2023 10:20 am
  • Updated:September 6, 2023 10:21 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সনাতন ধর্মের সঙ্গে ডেঙ্গু ও ম্যালেরিয়ার তুলনা করে বিতর্কে জড়িয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের পুত্র উদয়নিধি স্ট্যালিন (Udhayanidhi Stalin)। এর মধ্যেই কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে তৈরি হল নয়া বিতর্ক। হিন্দু ধর্মের জন্ম নিয়ে প্রশ্ন তুলেছেন জি পরমেশ্বর নামের ওই কংগ্রেস নেতা।

ঠিক কী বলেছেন তিনি? রাজ্যের (Karnataka minister) টুমকুরে একটি জনসভায় বক্তব্য রাখতে উঠে তিনি বলেন, ”বিশ্ব ইতিহাসে বহু ধর্মের উত্থানের প্রসঙ্গ রয়েছে। কিন্তু কেউ জানে না হিন্দু ধর্মের (Hinduism) উৎপত্তি কীভাবে হয়েছিল এবং কে এই ধর্মের প্রবর্তন করেছিলেন।” পাশাপাশি তাঁর দাবি, বৌদ্ধ, জৈন ধর্মের জন্ম ভারতে। ইসলাম ও খ্রিস্টধর্ম ভারতে এসেছে বাইরে থেকে। কিন্তু হিন্দু ধর্ম সম্পর্কে এমন কিছু জানা যায় না। এছাড়াও তিনি বলেন, বৌদ্ধ, জৈন, ইসলাম ও খ্রিস্টধর্ম এদেশে এসেছে কল্যাণের জন্য। এরপরই হিন্দুধর্ম সম্পর্কে তাঁর মন্তব্যে বিতর্ক সৃষ্টি হয়।

Advertisement

[আরও পড়ুন: শেয়ার বাজারে বিনিয়োগকারীদের জন্য সুখবর! এবার চালু হচ্ছে ইনস্ট্যান্ট সেটলমেন্ট!]

উল্লেখ্য, উদয়নিধির মন্তব্যে বিতর্ক ক্রমেই জোরালো হয়েছে। স্ট্যালিন পুত্রের শিরচ্ছেদের হুঁশিয়ারি দিয়েছেন অযোধ্যার মহন্ত পরমহংস আচার্য। নিজে উদয়নিধির মাথা কাটবেন, একথা বলার পাশাপাশি কেউ এই কাজ করলে তাঁকে ১০ কোটি টাকা পুরস্কার দেবেন বলেও ঘোষণা করেছেন। এর মধ্যেই কর্ণাটকের মন্ত্রীর মন্তব্যে তৈরি হওয়া বিতর্ক কতদূর যায়, সেটাই দেখার।

Advertisement

আরও পড়ুন: দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা গাড়ির, ভয়াবহ দুর্ঘটনা তামিলনাড়ুতে, মৃত এক পরিবারেরই ৬ জন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ