Advertisement
Advertisement

Breaking News

Kashmir files

অবশেষে বিচার পাবেন কাশ্মীরি পণ্ডিতরা? ফের খোলা হতে পারে কাশ্মীর ফাইলস, ইঙ্গিত পুলিশের শীর্ষকর্তার

দোষীদের বিরুদ্ধে কড়া অবস্থান নিচ্ছে কাশ্মীর পুলিস।

Kashmir files can be reopened if there's specific need, says DGP Dilbag Singh | Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:March 22, 2022 7:44 pm
  • Updated:March 22, 2022 7:44 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিশপ্ত সেই দিনগুলির পর কেটে গিয়েছে ৩০ বছর। নিজভূমে পরবাসী হয়ে যাওয়া হাজার হাজার কাশ্মীরি পণ্ডিত (Kashmiri Pundit) আজও বিচার পাননি। নিজেদের ঘরদোর ছেড়ে আজও বহু কাশ্মীরি পণ্ডিতকে থাকতে হচ্ছে পরবাসে। শাসক বদলেছে, নীতি বদলেছে, কিন্তু সুবিচার মেলেনি। বঞ্চনার সেই দিন কি এবার শেষ হচ্ছে? অন্তত জম্মু-কাশ্মীর পুলিশের ডিজিপি দিলবাগ সিংয়ের কথায় কিছুটা আশ্বস্ত হতেই পারেন কাশ্মীরি পণ্ডিতরা। কাশ্মীর পুলিশের ডিজিপি (DGP Kashmir Police) বলছেন, প্রয়োজনে ফের ‘কাশ্মীর ফাইলস’ খোলা হতে পারে। অর্থাৎ কাশ্মীরি পণ্ডিতদের গণহত্যার ঘটনার তদন্ত পুনরায় শুরু হতে পারে।

জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং (Dilbag Singh) বলছেন,”যদি বিশেষ কোনও তথ্য আমাদের সামনে নতুন করে উঠে আসে তাহলে কাশ্মীর ফাইলস আমরা পুনরায় খুলতে পারি। আমরা সন্ত্রাসবাদ সংক্রান্ত যে কোনও মামলায় গুরুত্ব দিয়ে তদন্ত করি। আগামী দিনেও আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করব। সন্ত্রাসের সঙ্গে যুক্ত কাউকে আমরা রেয়াত করব না। সবার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।” এ বিষয়ে কাশ্মীরের প্রাক্তন পুলিশ আধিকারিক শেষ পাল বলছিলেন, যদি সব মামলার যুক্তিযুক্ত নিস্পত্তি হয় তাহলে তার থেকে ভাল কিছু হতে পারে না।

Advertisement

[আরও পড়ুন: আগামী দিনে সব শূন্যপদ পূরণ করবে রাজ্য, দ্রুত শুরু শিক্ষক নিয়োগ, বিধানসভায় আশ্বাস ব্রাত্যর]

কেন্দ্রের বর্তমান বিজেপি (BJP) সরকার প্রায় প্রতি নির্বাচনের আগেই পণ্ডিতদের ঘরে ফেরানোর প্রতিশ্রুতি দেয়। কিন্তু কাজের কাজ তেমন হয় না। বাস্তব হল কোনও সরকারই কাশ্মীরি পণ্ডিতদের পুনর্বাসনের জন্য উপযুক্ত পদক্ষেপ করেনি। যার ফলস্বরূপ আজ উপত্যকায় বসবাস করছেন মোটে হাজার তিনেক কাশ্মীরি পণ্ডিত। বিতাড়িত এই পণ্ডিতদের হাজার হাজার বাড়ি-ঘর, সম্পত্তি আজও পরিত্যক্ত।

Advertisement

[আরও পড়ুন: রামপুরহাট কাণ্ডে একযোগে CBI-NIA তদন্তের দাবি শুভেন্দুর, ‘বৃহত্তর ষড়যন্ত্র’ দেখছেন কুণাল]

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files)। ছবিটিকে ঘিরে তৈরি হওয়া নানা তর্ক-বিতর্কের স্পর্শে ফের ফিরে আসতে শুরু করেছে তিরিশ বছর আগের দুঃস্মৃতি। আজও ঘরে ফেরার টান রক্তের মধ্যে নিয়ে অপেক্ষা করে চলেছেন কাশ্মীরি পণ্ডিতরা। কবে ফিরবেন তাঁরা? উত্তর আজও মেলেনি। বিজেপি কাঠগড়ায় তুলতে চেয়েছে কংগ্রেসকে (Congress)। আবার পালটা অভিযোগও উঠেছে। প্রশ্ন উঠেছে, সেই সময় ভিপি সিং সরকারে ছিল বিজেপির ৮৫ জন সাংসদ। তাঁরা তো সরকার ফেলার চেষ্টা করেননি। গত ৩০ বছরের প্রায় অর্ধেক সময় ক্ষমতায় ছিল বিজেপি। তাঁরাও তেমন কিছু করতে পারেননি। অবশেষে ‘দ্য কাশ্মীর ফাইলসে’র সৌজন্যে নড়েচড়ে বসার ইঙ্গিত দিল কাশ্মীর প্রশাসন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ