Advertisement
Advertisement

Breaking News

জম্মু-কাশ্মীরে মসজিদে জঙ্গি হামলা, জখম এক ইমাম

সেনা-পুলিশকর্মী-সাধারণ মানুষ, নিরাপদ নয় কেউ!

Kashmir: Pak proxies attack mosque, Imam shot
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 6, 2018 2:06 pm
  • Updated:July 6, 2018 2:06 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে জম্মু-কাশ্মীরে জঙ্গি নিধনে যখন চরমতম পদক্ষেপ নিচ্ছে সেনা, তখনই পিঠ পিছে মানুষ মারার হত্যা লীলা ও নাশকতা চালিয়ে যাচ্ছে সন্ত্রাসীরা৷ বৃহস্পতিবারই পুলিশকর্মী জাভেদ আহমেদ দারকে অপহরণ করে হত্যা করা হয়েছে৷ তারপর শুক্রবারও সেই নৃশংসতার রেশ বজায় রাখল জঙ্গিরা৷ পুলওয়ামার হানিফ মসজিদের ইমাম মহম্মদ আশরফ থোকেরকে গুলি করে জখম করল তারা৷ প্রমাণ করল, নাশকতা ছড়াতে নিজেদের ধর্মকেও রেহাই দেবে না জেহাদের নেশায় উন্মত্ত এই কীটগুলি৷

[মহাকাশে মানুষ পাঠানোর তোড়জোড়, ‘স্পেস ক্যাপসুল’-এর সফল পরীক্ষা ইসরোর  ]

Advertisement

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার ভোরের আলো ফুটতেই হানিফ মসজিদে হামলা চালানো হয়৷ হঠাৎ হানায় কার্যত দিশাহারা হয়ে পড়েন মসজিদের অন্যান্যরা৷ প্রাণ রক্ষার্থে ছোটাছুটি করতে গিয়েই গুলিবিদ্ধ হয়ে জখম হন ৪৫ বছরের ওই ইমাম৷ জানা গিয়েছে, তাঁর শরীরের একাধিক স্থানে গুলি লেগেছে৷ বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর দুই পা৷ স্থানীয়রা জানিয়েছে, প্রায় দশ থেকে পনেরো মিনিট একনাগাড়ে গুলি চালানোর পর সেখান থেকে চম্পট দেয় জঙ্গিরা৷ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক বোঝার পরেই ইমামকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে৷ সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে স্থানান্তরিত করা হয় শ্রীনগর হাসপাতালে৷ তাঁর অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে খবর৷ পুলিশ জানিয়েছে, জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে৷

Advertisement

[কাজে না আসায় বেঁধে মার, মধ্যপ্রদেশে ফিরল ক্রীতদাস প্রথা]

প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে গতকালই উপত্যকায় গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ জম্মু-কাশ্মীরে তাঁর উপস্থিতিতেই বৃহস্পতিবার পুলিশকর্মী জাভেদ আহমেদ দারকে অপহরণ করে জঙ্গিরা৷ ইতিমধ্যেই, শুক্রবার উদ্ধার হয়েছে তার মৃতদেহ৷ একই ভাবে গতমাসেও ৪৪ রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ান ঔরঙ্গজেবকে অপহরণ করে হত্যা করেছিল জঙ্গিরা৷ সেনা, পুলিশকর্মী ও সাধারণ মানুষের উপরে পরপর এই হামলার ঘটনায় যথেষ্ট বিব্রত কেন্দ্র৷ পাশাপাশি, রাজনাথ সিং-য়ের উপস্থিতে এমন ঘটনা, কার্যত অস্বস্তিতে ফেলেছে নয়াদিল্লিকে৷ পরিকল্পনা মাফিক কেন্দ্রকে চ্যালেঞ্জ করে এই ঘটনা ঘটানো হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ