Advertisement
Advertisement
Bengaluru airport

উড়ান ধরতে না পেরে বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়ানোর অভিযোগ, গ্রেপ্তার মহিলা যাত্রী

এক CISF কর্মীকে ঘুসি মারেন বলেও অভিযোগ।

Kerala woman arrested for creates ‘bomb scare’ at Bengaluru airport after she ‘misses flight’ | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:February 6, 2023 3:15 pm
  • Updated:February 6, 2023 4:09 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঙ্গালুরু বিমানবন্দরে (Bengaluru Airport) বোমাতঙ্ক ছড়িয়ে গ্রেপ্তার কেরলের (Kerala) বাসিন্দা যুবতী। বিমানবন্দরে দেরিতে পৌঁছানোয় উড়ান ধরতে পারবেন না বুঝতে পেরে নিয়ম না মেনে চটজলদি বিমানবন্দরে ঢোকার চেষ্টা করেন তিনি। কর্তব্যরত সিআইএসএফ আধিকারিক বাধা দিলে বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি দেন। এমনকী অভিযোগ, ওই আধিকারিকের মুখে ঘুসি মেরে বিমানবন্দরের ভিতরে ঢুকে পড়েন। এর পর উপস্থিত যাত্রীদের মধ্যে বোমাতঙ্ক ছড়ান। অভিযোগের ভিত্তিতে গ্রপ্তার করা হয়েছে তাঁকে।

গত শুক্রবার বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে (Kempegowda International Airport) ঘটেছে ঘটনাটি। অভিযুক্ত মহিলা কেরলের কোঝিকোড়ের বাসিন্দা মানসী সাথিবাইনু। শুক্রবার বিমানে চেপে কলকাতা যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু শেষ মুহূর্তে বিমানবন্দরে পৌঁছান তিনি। সেই সময় ৬ নম্বর গেটে কর্তব্যরত ছিলেন সিআইএসএফ (CISF) আধিকারিক সন্দীপ সিং। অভিযোগ, সকাল ৮ বেজে ২০ মিনিট তখন। ৬ নম্বর গেটে হন্তদন্ত হয়ে পৌঁছান মানসী। নিয়ম না মেনেই দ্রুত বিমানবন্দের ভেতরে ঢোকার চেষ্টা করেন। বাধা দেন সন্দীপ। মানসীর বিরুদ্ধে অভিযোগ, এর পরেই সে বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি দেয় এবং সন্দীপের কলার ধরে মুখে ঘুসি মারে।

Advertisement

[আরও পড়ুন: সুপ্রিম কোর্টে কাজ শুরু নতুন ৫ বিচারপতির, শপথবাক্য পাঠ করালেন প্রধান বিচারপতি]

এমনকী ৬ নম্বর গেট দিয়ে লাউঞ্জের ভিতরে ঢুকে চিৎকার করে বাকি লোকজনকে বলতে থাকেন, বিমানবন্দরে বোমা রাখা আছে, সবাই যেন পালিয়ে যান। স্বভাবতই এমন কথায় আতঙ্ক ছড়ায়, হুলুস্থুল পড়ে যায় গোটা বিমানবন্দরে। এদিকে মানসীর এমন কাণ্ডের পর পুলিশ অভিযোগ করেন সিআইএসএফ আধিকারিক সন্দীপ সিং। বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়ানো, কর্তব্যরত সিআইএসএফ কর্মীকে ঘুষি মারার অভিযোগের মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৫, ৩২৩ এবং ৩৫৩ ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ‘শাস্ত্রের নামে অনেক পণ্ডিত যা বলেন, তা আসলে মিথ্যা’, বিস্ফোরক মন্তব্য মোহন ভাগবতের]

গত মাসে দিল্লি বিমানবন্দরে (Delhi International Airport) পুণেগামী (Pune) স্পাইসজেটের (SpiceJet) একটি বিমানে বোমাতঙ্ক ছড়িয়েছিল। যদিও তল্লাশিতে কিছু মেলেনি। ওই ঘটনায় গ্রেপ্তার করা হয় এক যুবককে। একই দিন সন্ধেবেলা হুলুস্থুল পড়ে গিয়েছিল পুণে জংশন স্টেশনে। যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে আরপিএফ (RPF)। সবকটি প্লাটফর্মে তল্লাশি হয়। যদিও এক্ষেত্রেও কিছুই মেলেনি। স্টেশনে বোমাতঙ্ক ছড়ানোর অভিযোগ গ্রেপ্তার করা হয় এক যুবককে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ