BREAKING NEWS

৩ আশ্বিন  ১৪৩০  বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

ওড়িশা ট্রেন দুর্ঘটনায় ‘শোকস্তব্ধ’ রাজা চার্লস, ভারতের পাশে ব্রিটেন

Published by: Monishankar Choudhury |    Posted: June 6, 2023 8:36 am|    Updated: June 6, 2023 8:36 am

King Charles

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করমণ্ডল ট্রেন দুর্ঘটনায় শোকপ্রকাশ করলেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে শোকবার্তা পাঠিয়েছেন তিনি। ভয়াবহ দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে কয়েক দশক আগে ওড়িশা সফরের স্মৃতিচারণও করেন তিনি।

সোমবার নিজের শোকবার্তায় চার্লস (King Chjjarles) বলেন, “বালেশ্বরে ঘটা ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আমি ও আমার স্ত্রী শোকস্তব্ধ। এই ঘটনায় যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের প্রতি আমার সমবেদনা রয়েছে। আমি আশা করি আপনারা জানেন যে ব্রিটেনের হৃদয়ে ভারত ও ভারতবাসীর জন্য বিশেষ জায়গা রয়েছে। ১৯৮০ সালে আমি ওড়িশা গিয়েছিলাম। সেবার অনেকার সঙ্গেই সাক্ষাৎ হয় আমার। সেই সফরের মধুর স্মৃতি আজও টাটকা।”

উল্লেখ্য, গত শুক্রবার সন্ধেয় করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনা হয়। তাতে প্রাণ হারিয়েছেন ২৭৫ জন। তারপর থেকে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। মৃত এবং আহতদের উদ্ধারকাজ শেষ হওয়ার পর শুরু হয় ট্রেন লাইন মেরামতির কাজ। অন্তত ১০০০ জনের চেষ্টায় একান্ন ঘণ্টার মধ্যে মেরামতির কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়েছে। ট্রেন দুর্ঘটনায় মৃত ও আহতদের কথা উল্লেখ করতে গিয়ে কার্যত কেঁদেও ফেলেন রেলমন্ত্রী।

[আরও পড়ুন: রেকর্ড গড়ে পরপর ৫ বার দেশের সেরা এই শিক্ষা প্রতিষ্ঠান, তালিকায় কলকাতার ২ কলেজ]

এহেন পরিস্থিতি ভারতের পাশে দাঁড়িয়েছে কার্যত গোটা বিশ্ব। আমেরিকা থেকে শুরু করে তুরস্ক পর্যন্ত শোকবার্তা পাঠিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden), ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির (Volodymyr Zelensky) মতো একাধিক দেশের প্রধানরা সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেন। নজিরবিহীন ভাবে দুঃখপ্রকাশ করেছেন পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। এমনকি আফগান তালিবানের তরফেও শোকবার্তা পাঠানো হয়। সবমিলিয়ে, ভয়াবহতার জন্য করমণ্ডল ট্রেন দুর্ঘটনা গোটা বিশ্বের নজর কেড়েছে।   

[আরও পড়ুন: ইরানের পথে তালিবান! আফগানিস্তানের স্কুলে ছাত্রীদের বিষ খাওয়ানোর অভিযোগ, অসুস্থ ৮০]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে