Advertisement
Advertisement

Breaking News

ব্রহ্মসের ল্যান্ড অ্যাটাক ভারসনের সফল উৎক্ষেপণ করল নৌসেনা

নয়া মিসাইলটির পাল্লা ৪০০ কিলোমিটার৷

Land attack version of BrahMos missile successfully test fired
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 21, 2017 11:49 am
  • Updated:October 8, 2019 12:09 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভূমিতে অবস্থিত যে কোনও টার্গেটকে ধুলোয় মিশিয়ে দিতে ভারতীয় নৌসেনা শুক্রবার সাফল্যের সঙ্গে ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করল৷ ব্রহ্মস-এর এই ধরনের ল্যান্ড অ্যাটাক ভেরিয়েন্ট এর আগে কখনও পরীক্ষা করা হয়নি৷ নয়া মিসাইলটির পাল্লা ৪০০ কিলোমিটার৷ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা করা হল৷ এই প্রথম এ দেশে সমুদ্র থেকে ভূমিতে মিসাইল টেস্ট করা হল৷

[কন্ডোম বিজ্ঞাপনে অশ্লীলতার অভিযোগ, প্রশাসনেই ভরসা সানির]

এদিন ভারতীয় নৌসেনার যুদ্ধজাহাজ থেকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বিশেষভাবে সেট করা টার্গেট লক্ষ্য করে ধেয়ে যায় মিসাইলটি৷ ভারত ও রুশ যৌথ উদ্যোগে তৈরি এই ক্ষেপণাস্ত্র উৎপাদনকারী সংস্থা সূত্রে খবর, অসম্ভব ক্ষিপ্রতার সঙ্গে এক ও একাধিক- দু’রকমের টার্গেটই নিখুঁতভাবে ধ্বংস করতে সক্ষম হয়েছে৷ ইতিমধ্যেই ভারতীয় নৌসেনার দু’টি যুদ্ধজাহাজে ব্রহ্মস-এর অন্য একটি ভার্সন ইন্টিগ্রেট করা হয়েছে৷ মুম্বইয়ের মাজগাঁও ডকে নির্মীয়মাণ ৭০০০ টনের কলকাতা ক্লাস ডেস্ট্রয়ারে এই ধরনের মিসাইল ইন্টিগ্রেট করা হবে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ