Advertisement
Advertisement

লাইটহাউসে দুঃসাহসিক ‘সেলফি’-র বলি আইনের ছাত্রী

পারফেক্ট সেলফি তুলতে গিয়ে হাতে প্রাণ নিয়ে কেউ উঠছেন পাহাড়ের চূড়ায়, কেউ আবার যাচ্ছেন মাঝ সমুদ্রে৷ কেউ আবার ব্রিজের রেলিংয়ে উঠে পড়ে চেষ্টা করছেন সেলফি তোলার৷ এরপর আর বিপদ কে আটকায়? কেউ হাত-পা ভেঙে ফেলছেন নিজের, কেউ আবার ঢলে পড়ছেন মৃত্যুর কোলে৷

Law student dies after attempting to take selfie at Gokarna beach
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 2, 2016 8:03 pm
  • Updated:June 2, 2016 8:19 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পারফেক্ট সেলফি তুলতে গিয়ে হাতে প্রাণ নিয়ে কেউ উঠছেন পাহাড়ের চূড়ায়, কেউ আবার যাচ্ছেন মাঝ সমুদ্রে৷ কেউ আবার ব্রিজের রেলিংয়ে উঠে পড়ে চেষ্টা করছেন সেলফি তোলার৷ এরপর আর বিপদ কে আটকায়? কেউ হাত-পা ভেঙে ফেলছেন নিজের, কেউ আবার ঢলে পড়ছেন মৃত্যুর কোলে৷
এমনই মর্মান্তিক সেলফি তোলার ভয়াবহ ঘটনায় সবচেয়ে এগিয়ে রয়েছে ভারত৷ গত বছর ভারতে ২৭ জন এই সেলফি তুলতে গিয়ে প্রাণ হারিয়েছে৷
এই বছরও আবার ঘটল এমন মর্মান্তিক ঘটনা৷ সেলফি তুলতে গিয়ে প্রাণ হারাল আইনের ছাত্রী৷ ২১ বছরের প্রণীতা মেহতা যোধপুরের ন্যাশনাল ল ইউনিভার্সিটি’র ছাত্রী৷ বন্ধুবান্ধবের সঙ্গে কর্ণাটকের গোকর্ণ বিচে ঘুরতে গিয়ে ‘সেলফি ফ্রিক’ প্রণীতা উঠে গিয়েছিলেন লাইটহাউসে৷ ৩০০ ফুট উচ্চতা থেকে সেলফি তুলতে গিয়ে আচমকাই নিচে পড়ে যান তিনি৷
জলে পড়ে যাওয়ার পর তাঁকে উদ্ধার করতে মাঝিদের জলে নামানো হয় ঠিকই কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে৷ সেলফির বলি হয়েছেন প্রণীতা!
জানা গিয়েছে, ভারতে প্রতি বছর যে হারে মানুষ সেলফি তুলতে গিয়ে প্রাণ হারাচ্ছেন তা খুবই চিন্তার বিষয়৷ বিশ্বে সেলফি সংক্রান্ত যে দুর্ঘটনা ঘটেছে, তারমধ্যে প্রায় ৪০ শতাংশ দুর্ঘটনাই ঘটেছে ভারতে৷
এই বছর এই নিয়ে তিনজন সেলফি তুলতে গিয়ে প্রাণ হারিয়েছেন দেশে!

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ