Advertisement
Advertisement
Telangana

হাই কোর্টে সওয়াল চলাকালীন হৃদরোগ! ভরা এজলাসেই মৃত্যু আইনজীবীর

আইনজীবীরা দ্রুত তাঁকে 'সিপিআর' দিলেও শেষরক্ষা হয়নি।

Lawyer dies of heart attack in Telangana High Court

প্রতীকী ছবি

Published by: Amit Kumar Das
  • Posted:February 19, 2025 5:02 pm
  • Updated:February 19, 2025 5:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাই কোর্টে তখন জোরকদমে চলছে সওয়াল-জবাব পর্ব। বিচারপ্রক্রিয়া চলাকালীন ভরা এজলাসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল আইনজীবীর। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে মঙ্গলবার তেলেঙ্গানা হাই কোর্টে। মৃত ওই আইনজীবীর নাম পাসনুরু বেনুগোপাল রাও। মর্মান্তিক এই ঘটনায় রীতিমতো স্তম্ভিত হয়ে যান আদালতে উপস্থিত অন্যান্যরা।

জানা গিয়েছে, অন্যান্য দিনের মতোই মঙ্গলবার তেলেঙ্গানা হাই কোর্টে উপস্থিত হয়েছিলেন ৬৬ বছর বয়সি আইনজীবী পাসনুরু বেনুগোপাল রাও। দুপুরে বিচারপতি লক্ষ্মী নারায়ণ আলিশেট্টির এজলাসে ওঠার কথা ছিল তাঁর মামলা। তবে তার আগেই দুপুর ১.২০ নাগাদ হঠাৎ অসুস্থবোধ করেন রাও। কেউ কিছু বুঝে ওঠার আগেই কোর্ট রুমে লুটিয়ে পড়েন তিনি। সেখানে উপস্থিত অন্যান্য আইনজীবীরা দ্রুত তাঁকে ‘সিপিআর’ দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। তড়িঘড়ি অ্যাম্বুল্যান্সে করে তাঁকে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী ওসমানিয়া হাসপাতালে। যদিও চিকিৎসকরা জানান, আগেই মৃত্যু হয়েছে ওই আইনজীবীর।

Advertisement

তেলেঙ্গানা হাই কোর্টের বার অ্যাসোসিয়েশনের অধ্যক্ষ এ রবিন্দর রেড্ডি বলেন, ”১৯৯৮ সাল থেকে তেলেঙ্গানা হাই কোর্টে আইনজীবী হিসেবে কর্মরত পাসনুরু বেনুগোপাল রাও। নিজের পেশায় যথেষ্ট সুনাম ছিল তাঁর। মঙ্গলবার তাঁর মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নামে আদালত কক্ষে। কিছুক্ষণের জন্য আদালতের কাজও বন্ধ রাখা হয়।”

এই ঘটনা অবশ্য প্রথমবার নয়, গত কয়েক বছরে দেশের নানা প্রান্তে হৃদরোগে আক্রান্ত হয়ে মর্মান্তিক মৃত্যুর একাধিক ছবি প্রকাশ্যে এসেছে। গত বছর বেঙ্গালুরু প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক চলাকালীন মৃত্যু হয়েছিল ৬৩ বছর বয়সি কংগ্রেস নেতা রবি চন্দ্রনের। মুডা কেলেঙ্কারি মামলায় মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সমর্থনে সাংবাদিক বৈঠক করছিলেন রবি। হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement