Advertisement
Advertisement

Breaking News

ঘুম নেই, সীমান্তে কীভাবে দিন কাটছে সেনার?

সারা দেশ প্রশাসনের পাশাপাশি সেনাকে কুর্নিশ জানাচ্ছে৷

Little sleep, no leave for a soldier during this tension in LoC
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 2, 2016 12:28 pm
  • Updated:October 2, 2016 12:56 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উরি হামলার পর থেকেই সীমান্তে জারি লাল সতর্কতা৷ সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকে তা আরও কড়া হয়েছে৷ সারা দেশ প্রশাসনের পাশাপাশি সেনাকে কুর্নিশ জানাচ্ছে৷ কিন্তু এই মুহূর্তে ঠিক কীভাবে দিন কাটছে সেনাদের?

সীমান্ত এলাকায় বরাবরই কড়া নিয়ম মেনে চলেন সেনারা৷ তবু বছরভর যেরকম নিয়ম থাকে, এখন তা প্রায় বদলে গিয়েছে৷ যে কোনও সময় পাকিস্তানের থেকে প্রত্যাঘাত আসতে পারে এই আশঙ্কায় সীমান্তে অতন্দ্র প্রহরা৷ আর তাই সবসময় একই মেজাজে তৈরি থাকে সেনা৷ তা করতে গিয়েই কমেছে সেনাদের গড় ঘুমের সময়৷ আগে যদি ছয় ঘণ্টা ঘুমাতেন একজন সেনা, এখন তা কমে দাঁড়িয়েছে চার ঘণ্টায়৷ অবসরের সব কাজকর্ম এই সময় বাতিল৷ ভলিবল থেকে টিভি দেখা ইত্যাদির তো কোনও প্রশ্নই নেই৷ এক সেনা অফিসারের কথায়, এই সময়ের সবথেকে বড় চ্যালেঞ্জ হল, সেনাদের সর্বক্ষণ সর্বোতভাবে প্রস্তুত রাখা৷ আর তাতেই সেনার রুটিনে রদবদল৷ অনেক তরুণ জওয়ানই সেনা অফিসার হওয়ার জন্য পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকেন কাজের ফাঁকে৷ কিন্তু এ সময় তার কোনও বালাই নেই৷ সবথেকে বেশি কোপ পড়ে ঘুমে৷ কেননা এই সময়  দক্ষ সেনাদের বেশি সংখ্যায় সীমান্তে মজুত করতে চায় প্রতিরক্ষা দফতর৷

Advertisement

যুদ্ধ নিয়ে সারা দেশ সরগরম৷ সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানকে জবাব দেওয়ার জন্য সকলেই উদগ্রীব৷ কিন্তু তাতে কোনও দেশবাসীর রুটিনে সামান্যতম বদলও হয়নি৷ যা হয়েছে সেনার৷ যে কোনও সময় হামলা চালাতে পাকিস্তান৷ আর তাই সব সুযোগ সুবিধা, এমনকী ন্যূনতম ঘুমের সময়টুকুও ছাড়তে হয়েছে শুধু সেনাদেরই৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ