Advertisement
Advertisement

কেরল, তামিলনাড়ু, পুদুচেরিতে নির্বিঘ্নে ভোটগ্রহণ চলছে

কড়া নজরদারিতে কেরল, তামিলনাড়ু ও পুদুচেরিতে চলছে ভোটগ্রহণ৷

Live: Big Stars, Politicians Vote Early In Tamil Nadu, Kerala
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 16, 2016 2:02 pm
  • Updated:May 16, 2016 4:33 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  কড়া নজরদারিতে কেরল, তামিলনাড়ু ও পুদুচেরিতে চলছে ভোটগ্রহণ৷ পাঁচ রাজ্যে বিধানসভা ভোটে আজই শেষ ধাপ৷ ফলে আজ সন্ধ্যায় থেকেই শুরু হবে বুথ ফেরত সমীক্ষা৷ আভাস পাওয়া যাবে অসম, পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু ও পুদুচেরিতে আগামী পাঁচ বছরের জন্য কারা কারা ক্ষমতায় আসতে চলেছে৷ এদিন কেরলের ১৪০ এবং পাশের রাজ্যে তামিলনাড়ুতে ২৩৪টি আসনে ভোটগ্রহণ শুরু হয় নির্দিষ্ট সময়ে৷ পাশাপাশি পুদুচেরির ৩০টি আসনে এদিন ভোটগ্রহণ চলছে৷

বেলা একটা পর্যন্ত কেরলে ভোট পড়েছে ৩০.৮০ শতাংশ৷ ভোটগ্রহণ শুরুর পরেই টুইটারে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তিনি লেখেন, কেরল, তামিলনাড়ু, পুদুচেরিতে গণতন্ত্রের উৎসব শুরু হয়েছে৷ সোমবার সকালেই ভোট দেন রজনীকান্ত, কমল হাসান-সহ বহু তারকা৷ শান্তিপূর্ণভাবে সবাইকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ তামিলনাড়ুতে ডিএমকে চিফ এম করুণানিধি আশা প্রকাশ করেছেন এবারে রাজ্যে তারাই সরকার গড়বেন৷ এই প্রথম তামিলনাড়ু সাক্ষী থাকছে এক চতুর্মুখী লড়াইয়ে৷ অন্যদিকে গোটা দেশের নজর রয়েছে কেরলের ১৪০ আসনের দিকে৷ যেখানে বামেরা ক্ষমতা দখল করতে পারে কিনা সেদিকে তাকিয়ে রয়েছে সবাই৷ যদিও কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, তারাই এবারে মসনদে আসছে৷

Advertisement

এবার প্রথম কেরলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে বিজেপি৷ রাজ্যে সরকার গড়ার ক্ষেত্রে বিজেপি নির্ণায়ক ভূমিকা নেবে বলে রাজনৈতিক মহলের একাংশের ধারণা৷ গতবারই কেরল এবং তামিলনাড়ু দুই রাজ্যে রাজনৈতিক ঐতিহ্য অনেকটাই পাল্টে গিয়েছিল৷ বামেদের সরিয়ে ওমেন চান্ডি ক্ষমতা দখল করতে অনেকটা বেগ পেতে হয়েছিল৷ বাম জোটের তুলনায় মাত্র দু’টি আসন বেশি নিয়ে সরকার গড়েছিলেন চান্ডি৷ কেরলের মতো তামিলনাড়ুতে চতুর্মুখী লড়াইয়ে প্রথম ও প্রধান নাম দু’টি অবশ্যই জয়ললিতা এবং করুণানিধি৷ এদিন অবশ্য তামিলনাড়ুর দু’টি আসনে ভোট গ্রহণ হচ্ছে না৷ দিন কয়েক আগে তিন ট্রাক ভর্তি ৫৭০ কোটি টাকা উদ্ধারের ঘটনায় কঠোর পদক্ষেপ করে নির্বাচন কমিশন৷ ওই দুই আসনে ২৫ মে ভোটগ্রহণ৷

Advertisement

১৯ মে পশ্চিমবঙ্গ, কেরল-সহ পাঁচ রাজ্যে নির্বাচনী ফল ঘোষণা৷ তার আগে আজ ভোটপর্ব শেষ হওয়ার পরই শুরু হবে এক্সিট পোল৷ আভাস পাওয়া যেতে পারে ১৯ মে পাঁচ রাজ্যে মসনদে কোন রাজনৈতিক দল আসতে চলেছে৷ বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চরমে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ