Advertisement
Advertisement

চোখে লঙ্কার গুঁড়ো, যন্ত্রণা চেপে ১৮ কিমি ট্রেন ছোটালেন চালক

নিজের কর্তব্যে অবিচল থাকলেন লক্ষ্মণ সিং।

Loco pilot drives train with chili powder in eyes

নিজের কর্তব্যে অবিচল থাকলেন লক্ষ্মণ সিং।

Published by: Tiyasha Sarkar
  • Posted:February 23, 2019 2:47 pm
  • Updated:February 23, 2019 2:47 pm

সংবাদ প্রতিদিন, ডিজিটাল ডেস্ক: নির্ধারিত সময়ের থেকে বেশ কিছুটা দেরি আসবে ট্রেন। সকলেই যেন এই বিষয়টিতেই অভ্যস্ত হয়ে পড়েছি। এমন পরিস্থিতিতেই এক অন্য ঘটনার সাক্ষী থাকল মুম্বই রেল।  শুধু যাত্রীদের প্রতি দায়বদ্ধতা থেকে নিজের প্রবল যন্ত্রণা চেপে রেখে নিজের কর্তব্যে অবিচল থাকলেন এক ট্রেনচালক। চোখে পড়েছিল লঙ্কার গুড়ো। আর সেই অবস্থাতেই সঠিক সময়ে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে প্রায় ১৮ কিলোমিটার ট্রেন চালালেন ওই ব্যক্তি। নাম লক্ষ্মণ সিং। তার এই দায়িত্ববোধে আপ্লুত রেল কর্তৃপক্ষও।

[শেষ ইচ্ছাকে মর্যাদা, শহিদদের পরিবার পেল ভিখারিনির সঞ্চিত অর্থ]

ঘটনাটি ঘটেছে চলতি মাসের ১৬ তারিখ। টিটওয়ালা স্টেশন থেকে ছত্রপতি শিবাজি টার্মিনাস যাচ্ছিল একটি ট্রেন। ঘটনাটি যখন ঘটেছে, তখন লোকাল ট্রেনটির চালক ছিলেন লক্ষ্মণ সিং। সূত্রের খবর, ট্রেনটি কালভি স্টেশন ছাড়তেই কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি লোকো পাইলটের কেবিন লক্ষ্য করে এক প্রকার গুঁড়ো পদার্থ ছুঁড়ে দেয়। প্রথমে কিছু বুঝতে না পারলেও কিছুক্ষণের মধ্যেই চালক লক্ষ্মণ সিংয়ের চোখে সমস্যা হতে শুরু করে। তথন তিনি বুঝতে পারেন যে ওই পদার্থটি আসলে লঙ্কার গুঁড়ো ছিল। হ্যাঁ, এরপর চাইলেই তিনি ট্রেন থামিয়ে নিজের শুশ্রূষা করতেই পারতেন। কিন্তু না তিনি তা করেননি। কারণ ২০০০ যাত্রীর দায়িত্ব যে তখন তাঁর কাঁধে। আর তাদের প্রত্যেককে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছে দেওয়াটা তাঁর কর্তব্য। আর সেই কারণে নিজের অস্বস্তি চেপে রেখে ওই অবস্থাতেই ট্রেন চালিয়ে ১৮ কিলোমিটার পথ অতিক্রম করলেন। এবং একদম সঠিক সময়েই পৌঁছলেন অন্তিম স্টেশনে।

Advertisement

[জঙ্গি হামলার সময় আদৌ কি শুটিংয়ে ব্যস্ত ছিলেন মোদি? জানুন সত্যি ঘটনা]

তাঁর এই দায়িত্ববোধে উচ্ছ্বসিত রেল কর্তৃপক্ষ। বিষয়টি প্রকাশ্যে আসতেই রেলের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার সঞ্জয় জৈন এই ঘটনার জন্য নগদ ১০০০ টাকা পুরস্কার দেন লক্ষ্মন সিংকে। চালকের এই সিদ্ধান্তে হতবাক সকলেই। এহেন ঘটনা সত্যিই অবাক করার মতোই।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ