Advertisement
Advertisement
Lok Sabha 2024

‘দেশকে বিভ্রান্ত করবেন না’, কংগ্রেসের ইস্তেহার বোঝাতে মোদির সাক্ষাৎপ্রার্থী খাড়গে

কংগ্রেসের ইস্তেহার সম্পর্কে ভুল তথ্য রয়েছে মোদির কাছে, দাবি খাড়গের।

Lok Sabha 2024: In letter to PM Modi, Mallikarjun Kharge seeks time to explain ‘Nyay Patra’
Published by: Subhajit Mandal
  • Posted:April 25, 2024 5:03 pm
  • Updated:April 25, 2024 6:42 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘দলের ন্যায় পত্র বোঝাতে চাই।’ চিঠি লিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করার জন্য সময় চাইলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। তাঁর দাবি, মোদির কাছে কংগ্রেসের ইস্তেহার নিয়ে প্রচুর বিভ্রান্তিকর তথ্য রয়েছে। যা দূর করা প্রয়োজন।

ভোটপ্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) মূল হাতিয়ারই হয়ে উঠেছে কংগ্রেসের ইস্তেহার। মোদি কখনও বলছেন, কংগ্রেসের ইস্তেহারে মুসলিম লিগের ছায়া। আবার কখনও বলছেন, কংগ্রেস দেশের মা-বোনেদের সম্পদ অনুপ্রবেশকারী, মুসলিমদের দিয়ে দেবে। আবার কখনও বলছেন, কংগ্রেস ক্ষমতায় এলে সাধারণ মানুষের গচ্ছিত সম্পত্তিও অধিগ্রহণ করবে। মোদির দাবি, এসবই নাকি লেখা রয়েছে হাত শিবিরের ইস্তেহারে।

Advertisement

[আরও পড়ুন: ২০২৫ সালের মধ্যে দেশ থেকে সংরক্ষণ তুলে দেবে বিজেপি, চাঞ্চল্যকর দাবি এই নেতার]

খাড়গে বলছেন, মোদির কাছে কংগ্রেসের ন্যায় পত্র নিয়ে ভুল তথ্য আছে। ওই চিঠিতে কংগ্রেস সভাপতি লিখেছেন, “আমার মনে হয় আপনার উপদেষ্টারা আপনাকে ভুলপথে চালনা করছেন। আমি খুব খুশি হব, যদি আপনার সঙ্গে দেখা করে আমাদের দলের ন্যায় পত্র বোঝাতে পারি। আপনি তো দেশের প্রধানমন্ত্রী। কোনও ভুল মন্তব্য করা আপনার সাজে না।” এর পরই খাড়গের তির, “আপনার অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে দু’একটা কথা প্রসঙ্গ বহির্ভূতভাবে তুলে সেটা নিয়ে হল্লা করা।”

Advertisement

[আরও পড়ুন: ‘পাঁচ বস্তা টাকা এনে বিহারে ভোট কিনছেন নাড্ডা’, বিস্ফোরক তেজস্বী

খাড়গের দাবি, কংগ্রেসের (Congress) ন্যায়পত্র, কৃষক, যুবসমাজ, মহিলাদের ন্যায় পাইয়ে দেওয়ার অঙ্গীকার। আর্থিক ন্যায় এবং সামাজিক ন্যায় নিশ্চিত করার গ্যারান্টি। মোদি এটা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। আর সেটা তিনি করছেন, প্রথম দফার ভোটে ব্যাপক হারের আশঙ্কা থেকেই। কংগ্রেস সভাপতি বলেন, “প্রথম দফার হারের পর আপনি এবং আপনার দলের অন্যান্য নেতারা এভাবে কথা বলবেন, সেটা প্রত্যাশিতই ছিল।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ