Advertisement
Advertisement
Lok Sabha polls 2024

দেড়মাসের গণতন্ত্র উৎসব! চব্বিশের ভোটই কি দেশের দীর্ঘতম সাধারণ নির্বাচন?

চলতি লোকসভা ভোট হচ্ছে ৭ দফায়।

Lok Sabha polls 2024 to have longest voting period since 1st General elelction
Published by: Kishore Ghosh
  • Posted:March 16, 2024 11:03 pm
  • Updated:March 16, 2024 11:27 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিক্ষার অবসান ঘটিয়ে শনিবার ভোট নির্ঘণ্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। চলতি লোকসভা ভোট হচ্ছে ৭ দফায়। প্রথম দফার ভোটগ্রহণ ১৯ এপ্রিল। শেষ দফার ভোটগ্রহণ হবে ১ জুন। সব মিলিয়ে ৪৪দিন ধরে চলবে ভোটগ্রহণ পর্ব। যা ভারতের সাধারণ নির্বাচনের ইতিহাসে নজিরবিহীন। চব্বিশের লোকসভা নির্বাচন দেশের প্রথম সাধারণ নির্বাচনের পর দীর্ঘতম সময়কাল ধরে চলা ভোট হতে চলেছে। ভোট গণনার সময় ধরলে সময়পর্ব আরও খানিক বাড়বে।

স্বাধীন দেশে প্রথম নির্বাচন হয়েছিল ১৯৫১-৫২ সালে। চার মাসেরও বেশি সময় ধরে নির্বাচন চলেছিল প্রথম মুখ্য নির্বাচন কমিশনার সুকুমার সেনের তত্ত্বাবধানে। যা শুরু হয়েছিল ১৯৫১ সালের ২৫ অক্টোবর, শেষ হয় ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি। প্রথম নির্বাচনে ২৫টি রাজ্যে ৪৮৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন প্রার্থীরা। অন্যদিকে সবচেয়ে অল্প দিনে ভোটগ্রহণ হয় ১৯৮০ সালে। চার দিনেই সাধারণ নির্বাচন সম্পূর্ণ হয়েছিল সেবারে।

Advertisement

 

Advertisement

[আরও পড়ুন: বাংলায় ৭ দফায় নির্বাচন, কোন লোকসভা কেন্দ্রে কবে ভোট? রইল পূর্ণাঙ্গ তালিকা]

এর আগে ২০১৪ সালে ৯ দফায় ৩৬ দিন ধরে ভোট হয়েছিল। এবার ভোট ঘোষণা থেকে ভোটগণনা অবধি দিন গুনলে সময়টা আরও দীর্ঘ, মোট ৮২ দিন। উল্লেখ্য, ৪ জুন ভোটের ফল জানা যাবে। শনিবার সাংবাদিক সম্মেলনে নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, ভারতের মতো পাহাড়, জঙ্গল, নদী, সমুদ্র ঘেরা বিরাট দেশে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে হলে সময় লাগবে। কারণ নিরাপত্তা বাহিনীরও এক জায়গা অন্য জায়গায় যেতে কিছুটা সময় লাগে।

 

[আরও পড়ুন: প্রকৃত নিয়ন্ত্রণরেখার পরিস্থিতি কেমন? চিনের মোকাবিলায় কতটা তৈরি ফৌজ? জানালেন সেনাপ্রধান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ