Advertisement
Advertisement

Breaking News

দীর্ঘ তেরঙ্গায় স্বাধীনতা দিবস পালন অসম-গুজরাটে, বেরোল শোভাযাত্রা

দেখুন সেই ভিডিও৷

Longest Indian flag unfurled in Assam
Published by: Tanumoy Ghosal
  • Posted:August 15, 2018 3:06 pm
  • Updated:August 15, 2018 3:06 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধু স্বাধীনতা দিবস উদযাপন নয়, বরং স্বাধীন দেশে তাঁরা যে শান্তিতেই বসবাস করছেন, সেই বার্তাই দিতে চেয়েছিলেন অসমের বক্সা জেলার উপরখুঁটি গ্রামের বাসিন্দারা৷ বুধবার গ্রামে সাড়ে তিন কিলোমিটার লম্বা জাতীয় পতাকা নিয়ে শোভাযাত্রা বের হল৷  শুধু অসমেই নয়,  ১১০০ ফুট লম্বা পতাকা নিয়ে শোভাযাত্রা হল গুজরাটের সুরাটেও৷ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই অংশ নিলেন স্বাধীনতা দিবসের শোভাযাত্রায়৷

[২০২২-এর মধ্যে মহাকাশে মানুষ পাঠাবে ভারত, ঘোষণা প্রধানমন্ত্রীর]

Advertisement

তখন রীতিমতো অশান্ত অসম৷ পৃথক রাজ্যের দাবিতে আন্দোলন নেমেছে বড়ো জঙ্গিরা৷ প্রতিদিনই রক্ত ঝরছে৷ আতঙ্কে থাকতেন অসমের বক্সা জেলার উপরখুঁটির গ্রামের বাসিন্দারা৷ স্বাধীনতা দিবস উপযাপন করার কথা ভাবতেও পারতেন না৷ বক্সা জেলা দীর্ঘদিন ধরে কাজ করছেন সমাজকর্মী পবন ওলি৷ তিনি জানিয়েছেন, উপরখুঁটি গ্রামে আগে কখনও কেউ জাতীয় পতাকা উত্তোলন করেননি কিংবা স্বাধীনতা দিবস পালন করেননি৷ তবে এখন পরিস্থিতি বদলে গিয়েছে৷ বোড়োদের জন্য বোড়োল্যান্ড টেরিটোরিয়াল এরিয়া ডিস্ট্রিট বা BTAD নামে স্বশাসিত সংস্থা তৈরি করে দিয়েছে অসম সরকার৷ এই সংস্থার অধীন বক্সা-সহ রাজ্যের চারটি জেলা৷ এখন আর কোনও অশান্তি নেই৷ তাই এবারের স্বাধীনতা দিবসটি একটু অন্যভাবে উদযাপন করতে চেয়েছিলেন বক্সা জেলার উপরিখুঁটি গ্রামের বাসিন্দারা।

Advertisement

স্থানীয় একটি ক্লাবের সদস্যরা সিদ্ধান্ত নেন, স্বাধীনতা দিবসে দিনে গ্রামে দীর্ঘতম পতাকা নিয়ে শোভাযাত্রা করা হবে৷ স্বেচ্ছায় পতাকা সেলাই করার দায়িত্ব নিয়েছিলেন উপরখুঁটি গ্রামেরই এক দর্জি৷ কিন্তু, শেষপর্যন্ত অবশ্য একার হাতে পতাকা সেলাই করতে উঠতে পারেননি৷ কারণ, হাতে সময় বেশি ছিল না৷ ১ অাগস্ট গুয়াহাটি থেকে জাতীয় পতাকা তৈরির কাপড় এসে পৌঁছায় উপরখুঁটি গ্রামে৷ মোট ছয় দর্জি মিলে মাত্র পনেরো দিনে বানিয়ে ফেলেন সাড়ে তিন কিমি লম্বা তেরঙ্গা পতাকা৷ বুধবার সকাল এগারোটা নির্দিষ্ট স্থানে জড়ো হন উপরখুঁটি গ্রামের প্রায় হাজার দুয়েক বাসিন্দা৷ দীর্ঘতম জাতীয় পতাকা নিয়ে গোটা গ্রাম পরিক্রমা করেন তাঁরা৷ শোভাযাত্রায় শামিল হয়েছিল স্থানীয় স্কুলের পড়ুয়ারা৷ 

 

স্বাধীনতা দিবস উদযাপনে পিছিয়ে ছিল না মোদির রাজ্য গুজরাটও৷ ১১০০ ফুট লম্বা জাতীয় পতাকা নিয়ে শোভাযাত্রা বেরিয়েছিল সুরাটে৷ শোভাযাত্রার নাম শান-ই-তেরঙ্গা৷ উদ্যোক্তা আগরওয়াল বিকাশ ট্রাস্ট নামে একটি সংস্থা৷ বিশাল জাতীয় পতাকা নিয়ে ৫ কিমি পথ হাঁটলেন বিভিন্ন ধর্মের কয়েক হাজার মানুষ৷ উদ্যোক্তারা জানিয়েছেন, ১২ দিন ধরে ৫০০০ মিটার কাপড় দিয়ে তেরঙ্গাটি বানিয়েছেন ২০০জন দর্জি৷ ধর্মের থেকে দেশ অনেক বড়৷ এই শান-ই-তেরঙ্গার আয়োজন করে এই বার্তা দিতে চান আগরওয়াল বিকাশ ট্রাস্টের সদস্যরা৷

দেখুন ভিডিও:

[ শৌর্যচক্র পাচ্ছেন শহিদ ঔরঙ্গজেব, ঘোষণায় মায়ের চোখে জল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ