Advertisement
Advertisement
Sanjay Raut

‘ভগবান রামকে কিডন্যাপ করেছে বিজেপি’, মন্দির উদ্বোধন নিয়ে তোপ সঞ্জয় রাউতের

২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

'Lord Ram kidnapped', Sanjay Raut Says on Ayodhya Mandir inauguration | Sangbad Pratidin

রামমন্দির উদ্বোধনে আমন্ত্রণ নিয়ে হাজারও বিতর্ক শুরু হয়েছে।

Published by: Kishore Ghosh
  • Posted:December 28, 2023 5:14 pm
  • Updated:December 28, 2023 5:14 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিক্ষা, স্বাস্থ্য, বেকারত্ব নয়, লোকসভা ভোটের মুখে দেশের অন্যতম রাজনৈতিক ইস্যু রামমন্দির (Ram Mandir)! এবার অযোধ্যার রামমন্দির উদ্বোধন নিয়ে বিজেপিকে (BJP) তোপ দাগল শিব সেনার উদ্ধব ঠাকরে শিবির। বৃহস্পতিবার শিব সেনা নেতা সঞ্জয় রাউত (Sanjay Raut) মন্তব্য করেন, রামমন্দির উদ্বোধন নিয়ে রাজনীতি করছে বিজেপি। “ভগবান রামকে কিডন্যাপ করেছে ওরা।”

নতুন বছরে ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই অনুষ্ঠানে আমন্ত্রণ নিয়ে হাজারও বিতর্ক শুরু হয়েছে। ওই বিষয়ে সঞ্জয় বলেন, “সমস্তটাই রাজনীতি। কে যাবে বিজেপির ওই অনুষ্ঠানে? রাষ্ট্রীয় অনুষ্ঠান নয়, বিজেপির অনুষ্ঠান। বিজেপিরই সভা।” তিনি আরও বলেন, “আমরাও অযোধ্যায় যাব। তবে বিজেপির অনুষ্ঠানের পর। যদি মন্দির কর্তৃপক্ষ অনুষ্ঠান করত তবে সম্পূর্ণ অন্য বিষয় হত।” এর পরেই শিব সেনা নেতা বলেন, “আমি মনে করি ভগবান রামকে অপহরণ করা হয়েছে। যাঁরা ভগবান রামের নামে রাজনীতি করেন, তাঁরা ভগবানের সঙ্গে কোনও সম্পর্ক রাখেন না। এসবই শুধু রাজনীতির জন্য।”

Advertisement

 

Advertisement

[আরও পড়ুন: হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত! রণবীর-সহ গোটা কাপুর পরিবারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের]

প্রসঙ্গত, রামমন্দির উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদি ছাড়াও থাকছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আমন্ত্রণ জানানো হয়েছে সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে-সহ একাধিক বিরোধী রাজনৈতিক দলের নেতাকে। আমন্ত্রণ পৌঁছেছে অমিতাভ বচ্চন, শচীন তেন্ডুলকরের মতো ব্যক্তিত্বদের কাছেও। যদিও বৃন্দা কারাতের মতো বাম নেত্রী রামমন্দির উদ্বোধনের বিষয়টিকে রাজনৈতিক ইস্যু করে তোলায় তুমুল কটাক্ষ করেছেন বিজেপিকে। হিন্দুত্ববাদী হলেও কতকটা একই ভাষায় মোদি-শাহ দলকে কটাক্ষ করলেন উদ্ধব শিবিরের নেতা সঞ্জয়।

 

[আরও পড়ুন: আর্থিক প্রতারণা মামলায় ইডির চার্জশিটে প্রিয়াঙ্কা গান্ধীর নাম! লোকসভার আগে মাথায় হাত কংগ্রেসের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ