Advertisement
Advertisement

OMG! সাতসকালে বাড়িতে এক কাপ গরম চা নিয়ে হাজির হবে ড্রোন!

অভিনব পরিকল্পনা একটি হোম ডেলিভারি সংস্থার।

Lucknow startup to ‘deliver tea’ using drones
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 25, 2018 9:22 pm
  • Updated:May 25, 2018 9:22 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সীমান্তে চালকবিহীন বিমান বা ড্রোন সাহায্যে নজরদারি চলে। এখন তো আবার ভিআইপিদের নিরাপত্তা, এমনকী এ রাজ্যে বাঘ খুঁজতেও ড্রোন ব্যবহার করেছে প্রশাসন। কিন্তু, ধরুন, সাতসকালে যদি ড্রোন উড়িয়ে এক কাপ গরম চা পাঠিয়ে দেওয়া হয় আপনার বাড়ি? তাহলে কেমন হবে? ভাবনাটি অভিনব, সন্দেহ নেই। এই ভাবনাটিকে বাস্তব রূপ দিয়েছে লখনউয়ের একটি খাবার সরবরাহকারী সংস্থা।

[১৫ বছরের কিশোরকে লাগাতার যৌন নিগ্রহ, গ্রেপ্তার শিক্ষিকা]

Advertisement

স্বামী-স্ত্রী আর সন্তান। ছোট সংসারে কর্তা-গিন্নি দু’জনেই চাকুরে। বাড়িতে রান্নাবান্নার পাঠ নেই। ভরসা কাজের লোক কিংবা হোম ডেলিভারি। শুধু কলকাতা বলেই নয়, দেশের সবকটি মেট্রো শহরে রমরমিয়ে চলছে বাড়ি বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার ব্যবসা। সেই ব্যবসায় নয়া মাত্রা যোগ করল উত্তরপ্রদেশের লখনউয়ের একটি হোম ডেলিভারি সংস্থা। সাতসকালে গ্রাহকদের বাড়িতে গরম চা পৌঁছে দিতে ড্রোন ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে তারা। জানা গিয়েছে, অভিনব এক ড্রোনটি তৈরি করেছেন আইআইটি কানপুরের প্রাক্তনী বিক্রম সিং। তিনি জানিয়েছেন, জিপিএস প্রযুক্তির মাধ্যমে কয়েক মিনিটের মধ্যেই নির্দিষ্ট ঠিকানায় চা পৌঁছে দেবে ড্রোন। ২ কেজি পর্যন্ত সামগ্রী নিয়ে ১০ কিমি পর্যন্ত উড়তে পারবে বিমানটি। কিন্তু, ভারতে ড্রোন ব্যবহার নিয়ে নির্দিষ্ট করে গাইডলাইন নেই। বিষয়টি খতিয়ে দেখছে ডিজিসিএ। অনুমতি পেলেই লখনউ-কে চালু হয়ে যাবে এই অভিনব পরিষেবা। ইতিমধ্যেই হোম ডেলিভারি সংস্থাটি চা বহনকারী ড্রোনটিকে পরীক্ষামূলকভাবে ব্যবহারও করেছেন বলে খবর।

কিন্তু, বাড়ি বাড়ি চা পৌঁছে দেওয়ার কেন ড্রোন ব্যবহার করতে চাইছে হোম ডেলিভার সংস্থাটি? সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, লখনউ শহরের তাদের ব্যবসার বহর যথেষ্ট বড়। প্রায় ১৫০ জন লোক খাবার শহরের বিভিন্ন রেস্তরাঁয় খাবার সরবরাহ করেন। কিন্তু, ইদানিং যানজটের কারণে সময়মতো খাবার সরবরাহ করা কঠিন হয়ে পড়েছে। তাই ড্রোন ব্যবহারের সিদ্ধান্ত।

 

[নিপা ভাইরাসে আক্রান্ত হলে কী উপসর্গ দেখা দেয়? কীভাবে মোকাবিলা করবেন?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement