Advertisement
Advertisement

Breaking News

Medha Patkar

এবার বিজেপির নিশানায় মেধা পাটেকর! অনুদানের টাকায় দেশবিরোধী প্রচারের অভিযোগে দায়ের মামলা

সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মেধা।

Madhya Pradesh police filed a case against social activist Medha Patkar | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:July 11, 2022 9:07 am
  • Updated:July 11, 2022 9:07 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমাজকর্মী তিস্তা শেতলবাদের পর এবার বিজেপির নিশানায় মেধা পাটেকর (Medha Patkar)! নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রীর বিরুদ্ধে অনুদানের টাকা আত্মসাৎ এবং দেশবিরোধী প্রচারের অভিযোগে মামলা দায়ের করলেন এবিভিপির (ABVP) সদস্য প্রীতম রাজ। শনিবার মধ্যপ্রদেশের বারওয়ানি থানায় মেধার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। মেধা অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। মধ্যপ্রদেশ পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।

Madhya Pradesh police filed a case against social activist Medha Patkar

Advertisement

মামলাকারী প্রীতম রাজের অভিযোগ, ‘নবনির্মাণ নর্মদা অভিযান ট্রাস্ট’ যে অনুদান সংগ্রহ করেছিল তা দেশবিরোধী কার্যকলাপে ব্যবহার করা হচ্ছে। এই ট্রাস্টের অন্যতম সদস্য মেধা। অভিযোগকারীর দাবি, আদিবাসী শিশুদের শিক্ষার নাম করে ১৩ কোটি টাকা অনুদান নিয়ে তা আত্মসাৎ করেছেন মেধা-সহ ১২ জন। সংস্থার ট্রাস্টি বোর্ডের কাছে ২০০৭ থেকে ২০২২-এর মধ্যে গরীব আদিবাসীদের জন্য শিক্ষা বিস্তারের নামে সংগৃহীত অর্থের কোনও হিসেব নেই বলেও অভিযোগ করেছেন প্রীতম রাজ নামের ওই মামলাকারী।

Advertisement

[আরও পড়ুন: শ্রীলঙ্কার প্রেসিডেন্টের মতো অবস্থা হবে মোদির, কটাক্ষ তৃণমূল বিধায়ক ইদ্রিস আলির]

মেধা পাটেকর অবশ্য সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন। তাঁর পালটা দাবি, যিনি অভিযোগ করেছেন তিনি আরএসএসের (RSS) ছাত্র সংগঠনের সদস্য। বিজেপি তাঁকে নিশানা করছেন। সমাজকর্মী জানিয়েছেন, ‘প্রত্যেকটি আর্থিক বিষয় নিয়ে আমাদের কাছে অডিট রিপোর্ট রয়েছে। আমরা দিল্লির উপরাজ্যপালের বিরুদ্ধে মামলাতেও জিতেছি। কারণ আমরা বিদেশ থেকে অনুদান গ্রহণ করি না। ভবিষ্যতেও সব প্রশ্নের জবাব দেব, প্রমাণও পেশ করব।’ উল্লেখ্য, মেধার বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ নতুন নয়। এর আগেও তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। ইডিও (ED) তাঁর বিরুদ্ধে তদন্ত করছে। কিন্তু এখনও তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ প্রমাণ করা যায়নি।

[আরও পড়ুন: শোকজ নোটিস শিব সেনার ৫৩ বিধায়ককে, নাম নেই আদিত্য ঠাকরের]

মেধার বিরুদ্ধে দায়ের হওয়া এই এফআইআরে নাম রয়েছে পারভিন রুমি জাহাঙ্গির, বিজয়া চৌহান ও কৈলাস অবশ্যর। এছাড়াও মোহন পাতিদার, আশিস মান্দালে ও সঞ্জয় যোশীর বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়েছে। ঘটনাচক্রে এরা প্রত্যেকেই বিজেপি (BJP) বিরোধী মুখ হিসাবে পরিচিত। সেখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি এবার বিরোধী দলগুলির পাশাপাশি সমাজকর্মীদেরও টার্গেট করছে গেরুয়া শিবির?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ