Advertisement
Advertisement

Breaking News

Mahakumbh 2025

মহাকুম্ভে মর্মান্তিক দুর্ঘটনা! পুণ্যস্নানের আগেই পুরুলিয়ার ৩ পুণ্যার্থীকে পিষে দিল লরি

আজই তাঁদের মহাকুম্ভে স্নান করার কথা ছিল বলে জানা গিয়েছে।

Mahakumbh 2025: Three women in Purulia died after lorry runs over in Uttar Pradesh

প্রতীকী ছবি।

Published by: Sucheta Sengupta
  • Posted:February 11, 2025 12:28 pm
  • Updated:February 11, 2025 1:41 pm  

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: পুণ্যার্জনের আশায় মহাকুম্ভে গিয়ে ঘনিয়ে এল চরম বিপদ। মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল পুরুলিয়ার তিন পুণ্যার্থীর। মহাকুম্ভনগরে পৌঁছনোর ৪০ কিলোমিটার দূরে বালিপুর এলাকায় হাইওয়ে পেরনোর সময় লরি পিষে দিয়ে গেল তাঁদের। মৃতরা সকলেই মহিলা। পুুরুলিয়ার টামনা থানা এলাকার গোপলাডি গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। একই পরিবারের তিন সদস্য এভাবে প্রাণ হারানোয় শোকের ছায়া গোটা গ্রামে। দুর্ঘটনায় ৩ জেলাবাসীর  মৃত্যু নিয়ে পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান,  ”দুর্ঘটনার খবর পেয়েছি। সবটা খতিয়ে দেখা হচ্ছে।”

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ৯ ফেব্রুয়ারি পুরুলিয়ার টামনা থানা এলাকার চাকলতোড় মোড় থেকে টুর অপারেটরদের একটি বাসে প্রয়াগরাজের মহাকুম্ভে রওনা হয়েছিলেন ৬০ জন। মঙ্গলবার তাঁদের পুণ্যস্নান করার কথা ছিল। মঙ্গলবার ভোরে প্রয়াগরাজ পৌঁছে কুম্ভমেলা থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে বাসটি একটি পেট্রল পাম্পের সামনে দাঁড়ায়। সেখানে শৌচালয় ব্যবহারের জন্য বাসযাত্রীরা দীর্ঘ লাইনে দাঁড়ান। তাঁদের মধ্যে ছিলেন টামনা থানার তিন মহিলা – জাগরী মাহাতো, আলপনা মাহাতো ও কুন্তী মাহাতো। তাঁরা দ্রুত হাইওয়ে পেরিয়ে  রাস্তারে ওপারে চলে যেতে চাইছিলেন। এমন সময়ই ঘটে দুর্ঘটনা।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান,  প্রয়াগরাজ জেলার উত্তরাও থানা এলাকার হাইওয়েতে বেনারসের দিক থেকে আসছিল একটি লরি। তাতেই পিষ্ট হয়ে প্রাণ হারান তিনজন। কুন্তী মাহাতোর বয়স ৬৫ বছর, জাগরী ও আলপনা ৪৪ ও ৪৫ বছরের বলে জানা গিয়েছে। দুর্ঘটনা নিয়ে উত্তরাও থানার ওসি পঙ্কজ ত্রিপাঠী জানান, ”বালিপুরের কাছে হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটেছে। বেনারসের দিক থেকে একটি লরি এসে তিনজনকে পিষে দিয়ে বেরিয়ে গিয়েছে। এখনও লরির সন্ধান পাওয়া যায়নি। তবে রাস্তার সিসিটিভি ফুটেজ দেখে তল্লাশি চলছে। তদন্ত শুরু হয়েছে।” পুরুলিয়া থেকে যাওয়া পুণ্যার্থীরা জানাচ্ছেন, মহাকুম্ভে  স্নানের পর অযোধ্যার রামমন্দির দেখে বেনারস ঘুরে তারপর ১৩ তারিখ ফেরার কথা ছিল। কিন্তু তার আগে তিনজনের মৃত্যুতে ঘোরার আনন্দ শেষ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement