BREAKING NEWS

৭ আশ্বিন  ১৪৩০  সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

ফের নাম বদলের রাজনীতি মহারাষ্ট্রে, এবার আহমেদ নগর হল অহল্যা নগর

Published by: Paramita Paul |    Posted: June 1, 2023 12:01 pm|    Updated: June 1, 2023 12:02 pm

Maharashtra's Ahmednagar to be renamed as Ahilya Nagar now | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের নামবদলের রাজনীতি। মোগলসরাই হয়েছে দীনদয়াল উপাধ্যায়, এলাহাবাদ হয়েছে প্রয়াগরাজ। বিজেপির আমলে এলাকার নাম বদলই যেন দস্তুর হয়ে দাঁড়িয়েছে। এবার পালা আহমেদ নগরের (Ahmednagar)। মহারাষ্ট্রের এই শহরের নাম বদল করলেন মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। আহমেদ নগরের নাম হচ্ছে অহল্যা নগর (Ahilya Nagar)। এর আগে সে রাজ্যের আরও দুই শহরের নাম বদলে দিয়েছেন তাঁরা।

কেন এই নাম পরিবর্তন? আহমেদ নগর জেলার চণ্ডী গ্রাম মারাঠা সাম্রাজ্য়ের রানি অহল্যাবাই হোলকারের জন্মস্থান। তাঁকে সম্মান জানিয়ে এই এলাকার নাম পরিবর্তন করলেন মহারাষ্ট্রের (Maharashtra) মুখ্যমন্ত্রী। মারাঠা সাম্রাজ্যের রানি অহল্যাবাইয়ের ২৯৮তম জন্মবার্ষিকীতেই এই ঘোষণা করা হল। দিনটিকে অহল্যাবাই হোলকার জয়ন্তী হিসেবে উদযাপন করা হয়। সেই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন একনাথ শিণ্ডে। এছাড়াও উপস্থিত উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস, মন্ত্রী রাধাকৃষ্ণ ভিকে পাতিল এবং বিজেপি বিধায়ক গোপীচাঁদ পদলকার।

[আরও পড়ুন: ‘মোকা’র পর এবার ‘তেজ’! চলতি মাসেই নতুন ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর]

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাস থেকেই বিজেপির (BJP) তরফে আহমেদ নগরের নামবদলের দাবি জানানো হচ্ছিল। অবশেষে সেই দাবি মেনে নিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। ইতিপূর্বে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ ও ওসমানাবাদের নাম পরিবর্তন করা হয়েছে। ঔরঙ্গাবাদের নতুন নাম ছত্রপতি সম্ভাজি নগর এবং ওসমানাবাদ হয়েছে ধারাশিব। এবার সেই তালিকায় জুড়ে গেল আহমেনগরের নামও। 

[আরও পড়ুন: ‘মোকা’র পর এবার ‘তেজ’! চলতি মাসেই নতুন ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে