BREAKING NEWS

১৪ চৈত্র  ১৪২৯  বুধবার ২৯ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

মহারাষ্ট্রে লং মার্চে গিয়ে প্রাণ গেল কৃষকের, আরও চাপে বিজেপি সরকার

Published by: Subhajit Mandal |    Posted: March 18, 2023 4:39 pm|    Updated: March 18, 2023 4:39 pm

Maharastra: 58-year-old participating in farmers' foot march dies | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রে কৃষকদের লং মার্চে অঘটন। অসুস্থতার জেরে প্রাণ গেল বিক্ষোভরত এক কৃষকের। এছাড়াও বেশ কয়েকজন কৃষক অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর।

আসলে দিন কয়েক আগেই মহারাষ্ট্রের বিজেপি সরকারের বিরুদ্ধে গণআন্দোলন শুরু করেন হাজার হাজার কৃষক ও দলিত। সিপিএমের (CPIM) কৃষক সংগঠন অল ইন্ডিয়া কিষাণ সভার (All Indian Kishan Sabha) ব্যানারে মোট ১৭ দফা দাবিতে নাসিক থেকে মুম্বইয়ের উদ্দেশে হাঁটা শুরু করেন কৃষকরা। কৃষকদের সেই আন্দোলন এতটাই বিরাট আকার নেয় যে তড়িঘড়ি আসরে নামতে বাধ্য হয় সরকার। চাপের মুখে পড়ে কৃষকদের সঙ্গে আলোচনায় বসেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। বৃহস্পতিবারই কৃষকদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন শিণ্ডে এবং উপমুখ্যমন্ত্রী ফড়ণবিশ (Devendra Fadanbis)। সেই বৈঠকে রফাসূত্র বেরোয়। মিছিল প্রত্যাহার করে সরকারি নির্দেশ কার্যকর হওয়া পর্যন্ত মহারাষ্ট্র সীমানায় অপেক্ষা করার সিদ্ধান্ত নেন কৃষকরা।

[আরও পড়ুন: ‘পাকিস্তানে সাধারণ মানুষই বিপন্ন, বিরাটরা গিয়ে কি বিপদে পড়বে?’ মন্তব্য ভাজ্জির]

সূত্রের খবর, শুক্রবার মুম্বই সীমানায় সেই কৃষকদের ধরনাতেই ছিলেন ৫৮ বছর বয়সী পুণ্ডলিক আম্বো যাদব। নাসিকের বাসিন্দা ওই কৃষক শুক্রবার দুপুরে বিক্ষোভ স্থলে অসুস্থ বোধ করলে তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে ভরতি করা হয়। যদিও প্রাথমিক চিকিৎসার পর খানিকটা সুস্থ বোধ করায় হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। রাতের খাবার খাওয়ার পর ফের অসুস্থ বোধ করেন ওই কৃষক। রাতেই মৃত্যু হয় তাঁর। আন্দোলনে গিয়ে এভাবে কৃষকের মৃত্যু হওয়ায় স্বাভাবিকভাবেই সরকারকে কাঠগড়ায় তুলছে বিরোধীরা।

[আরও পড়ুন: এশিয়ান কাপ খেলে জাতীয় দল থেকে অবসর, ISL ফাইনালের আগে জানিয়ে দিলেন সুনীল]

এদিকে মহারাষ্ট্রজুড়ে অকাল বর্ষণে হাহাকার করার মতো পরিস্থিতি। রাজ্যের বিভিন্ন প্রান্তে অন্তত ৫ কৃষক ঝড়বৃষ্টির কারণে প্রাণ হারিয়েছেন বলে খবর। শুধু তাই নয়, অকাল বৃষ্টির কারণে প্রায় ৫ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে বলেও খবর।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে