Advertisement
Advertisement

Breaking News

দীপাবলিতে পাক জঙ্গি হামলার ছক ফাঁস

দিল্লি বা মুম্বইয়ের মতো মেট্রো শহরে নাশকতা ঘটিয়ে উৎসবে ব্যস্ত নিরীহ মানুষের প্রাণ নেওয়ার৷

Major terror attack averted, 2 Jaish-e-Mohammad terrorists arrested in Baramulla
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 28, 2016 4:38 pm
  • Updated:October 28, 2016 4:38 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীপাবলির সময় সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে বড় রকমের হামলার ছক কষছিল পাক জঙ্গিরা৷ পরিকল্পনা ছিল, কাশ্মীর সীমান্ত দিয়ে ঢুকে দিল্লি বা মুম্বইয়ের মতো মেট্রো শহরে নাশকতা ঘটিয়ে উৎসবে ব্যস্ত নিরীহ মানুষের প্রাণ নেওয়ার৷ পাক সেনা ও জঙ্গিদের ফোনে আড়ি পেতে হামলার এমনই চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছেন ভারতীয় গোয়েন্দারা৷

এরপরই জম্মু-কাশ্মীর, রাজস্থানের সীমান্তবর্তী এলাকায় তিনদিনের জন্য রেড অ্যালার্ট জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ জম্মু ও কাশ্মীরের বারামুল্লা থেকে দুই জৈশ জঙ্গিকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় নিরাপত্তারক্ষা বাহিনী৷ ৪৬ রাষ্ট্রীয় রাইফেলস-এর স্পেশ্যাল অপারেশন গ্রুপ জঙ্গিদের গ্রেফতার করেছে৷ তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ভারী অস্ত্রশস্ত্র৷ এর আগে দিল্লি ও রাজস্থান পুলিশ গুরুত্বপূর্ণ সামরিক নথি পাচারের অভিযোগে ২ আইএসআই চরকে গ্রেফতার করেছে৷ আঁটসাঁট করা হয়েছে সীমান্ত লাগোয়া রাজ্যগুলির নিরাপত্তা ব্যবস্থা৷

Advertisement

(পাল্টা অভিযানে ১৫ পাক সেনাকে খতম করল বিএসএফ)

Advertisement

এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং কথা বলেছেন সীমান্তবর্তী রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গেও৷ সতর্ক করা হয়েছে চণ্ডীগড়, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরুর মতো বড় শহরগুলিকে৷ অন্যদিকে শুক্রবারই কাশ্মীরের বারামুলা থেকে আগ্নেয়াস্ত্র-সহ দুই জইশ জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ৷ উদ্ধার হয়েছে একে-৪৭, বেশ কিছু সেনা ছাউনি ও জায়গার মানচিত্র৷

দিনকয়েক আগে গোয়েন্দারা পাকিস্তানের সেনা ও জঙ্গিদের ফোন-রেডিও গোপনে ট্যাপ করে তাদের কথোপকথন শুনে পরিকল্পনার কথা জানতে পারেন৷ তারপরই তৎপরতার সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন শীর্ষ কর্তাদের সেই কথা জানান৷ প্রতিরক্ষামন্ত্রক, পিএমও দফতরকেও বিষয়টি জানানো হয়৷ উরি হামলার পর ভারতীয় সেনারা পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে যেভাবে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল সেই পথ অনুসরণ করেই এবার ভারতে পাল্টা হামলা চালানোর পরিকল্পনা করেছে জঙ্গিরা৷ সীমান্তে একদিকে পাক রেঞ্জারদের লাগাতার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন অন্যদিকে ভারতে ঢুকে জঙ্গিদের হামলার চেষ্টা, দু’দিক থেকে ভারতীয় সেনাদের চাপে ফেলে কৌশলে আক্রমণ করার পরিকল্পনা করছে পাকিস্তান৷

(আরও এক পাক গুপ্তচর ধৃত রাজস্থানে, জারি চিরুনি তল্লাশি)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ