Advertisement
Advertisement
Kharge Modi

‘২০২৪-এ অবশ্যই পতাকা তুলবেন, তবে নিজের বাড়িতে’, মোদিকে কটাক্ষ খাড়গের

'আগামী বছর লালকেল্লায় আবার ভাষণ দেব', দাবি করেছিলেন প্রধানমন্ত্রী।

Mallikarjun Kharge slams PM Modi's remark on addressing the nation in 2024 Independence Day | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:August 15, 2023 11:58 am
  • Updated:August 15, 2023 12:03 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নরেন্দ্র মোদি (Narendra Modi) আগামী বছরও তেরঙ্গা উত্তোলন করবেন, তবে সেটা নিজের বাড়িতে। স্বাধীনতা দিবসে (Independence Day) মোদির লালকেল্লার ভাষণের পালটা দিয়ে এই কথা বললেন কংগ্রেস (Congress) সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না রাজ্যসভার সাংসদ। তাঁর দলের তরফে বলা হয়, মোদিকে নিরাপত্তা দিতে দিল্লিতে এতই কড়াকড়ি ছিল যে অনুষ্ঠানস্থলে পৌঁছতে অনেক সময় লেগে যেত। সেই কারণেই যোগ দিতে পারেননি খাড়গে।

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে লালকেল্লা থেকে মোদি চ্যালেঞ্জের সুরে বলেন, ”আগামী বছর আবার স্বাধীনতা দিবসে এখানেই আপনাদের সামনে আসব। আর এক বছর ধরে আমরা কী কী কাজ করলাম, তার খতিয়ান দেব।” অর্থাৎ বিরোধী জোটের তরফে ওঠা স্লোগান – ‘এ বছরই লালকেল্লায় মোদির শেষ ভাষণ’, তাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে বিরোধীদেরই মোক্ষম জবাব দেন প্রধানমন্ত্রী। 

Advertisement

[আরও পড়ুন: পুলওয়ামা-গালওয়ান সত্ত্বেও লালকেল্লায় ‘নিরাপদ’ ভারতের ছবি আঁকলেন মোদি]

বক্তৃতার শেষে মোদির এই মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয় খাড়গেকে। তবে কংগ্রেস সভাপতি সাফ বলেন, “উনি তো আগামী বছরও জাতীয় পতাকা উত্তোলন করবেন। তবে সেটা করবেন নিজের বাসভবনে।” অর্থাৎ প্রধানমন্ত্রী হিসাবে আর লালকেল্লায় পতাকা উত্তোলন করতে পারবেন না নরেন্দ্র মোদি- এমনটাই দাবি করলেন কংগ্রেস সভাপতি। একই সুরে সাংসদ কেসি বেণুগোপাল বলেন, ২০২৪ সালে কে ক্ষমতায় ফিরবেন সেটা মানুষই ঠিক করবেন। ততদিন পর্যন্ত আমরা অপেক্ষা করব।

Advertisement

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মল্লিকার্জুন খাড়গে উপস্থিত ছিলেন না। সেই নিয়েও একরাশ বিতর্ক শুরু হয়। তবে কংগ্রেসের তরফে বলা হয়, প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে ব্যাপক কড়াকড়ি ছিল দিল্লিতে। তার জেরে অনুষ্ঠানস্থলে পৌঁছতে অন্তত দু’ঘণ্টা সময় লাগত। কিন্তু পার্টির দপ্তরে পতাকা উত্তোলন করে লালকেল্লায় সঠিক সময়ে পৌঁছতে পারতেন না কংগ্রেস সাংসদ।  

[আরও পড়ুন: স্বাধীনতা দিবসেও নির্বাচনী রাজনীতি! মোদির মাথায় রাজস্থানি পাগড়ি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ