Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee

‘কাঁধে কাঁধ মিলিয়ে লড়ব’, মোদি সরকারকে বিঁধে কৃষকদের ফোনবার্তা মমতার

হরিয়ানায় আন্দোলনরত কৃষকদের সঙ্গে ফোনে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আশ্বাস দিলেন, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালিয়ে যাওয়ার। বাংলার মুখ্যমন্ত্রীকে পাশে পেয়ে আপ্লুত আন্দোলনকারীরা। 

Mamata Banerjee speaks to protesting farners at Haryana border
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 10, 2024 5:26 pm
  • Updated:June 10, 2024 8:54 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হরিয়ানায় আন্দোলনরত কৃষকদের সঙ্গে ফোনে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আশ্বাস দিলেন, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালিয়ে যাওয়ার। বাংলার মুখ্যমন্ত্রীকে পাশে পেয়ে আপ্লুত আন্দোলনকারীরা। 

ন্যূনতম সহায়ক মূল্য-সহ একাধিক দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন পাঞ্জাব, হরিয়ানা ও উত্তর প্রদেশের কৃষকরা। তার প্রভাব পড়েছে ভোটবাক্সে। এই তিন রাজ‌্যেই কার্যত ভরাডুবি হয়েছে বিজেপির। কৃষক মনে প্রলেপ দিতে শপথ নেওয়ার পরদিনই দপ্তরে গিয়ে কৃষাণ নিধি প্রকল্পের অর্থ অনুমোদন করেন প্রধানমন্ত্রী। কিন্তু তার আগেই পাঁচ সাংসদকে হরিয়ানায় পাঠানোর সিদ্ধান্ত নেন মমতা বন্দ‌্যোপাধ‌্যায়। এদিন আন্দোলনরত কৃষকদের সঙ্গে সাক্ষাৎ করে কথা বলেন ডেরেক ও দোলারা। তার পরই ফোনে মুখ‌্যমন্ত্রীর সঙ্গে কথা বলিয়ে দেন তাঁরা। এদিন ফোনে আন্দোলনকারীদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আপনারা যেভাবে আন্দোলন করছেন। এত মানুষ শহীদ হয়েছেন। গাড়ি ভাঙচুর করা হয়েছে। তার পরও আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা আপনার কাঁধে কাধ মিলিয়ে লড়াই করতে চাই। কেন্দ্রের সরকার তো আমাদের নয়। আর এই সরকার নড়বড়ে। আপনারা আন্দোলন চালিয়ে যান। আমরা সবরকমভাবে পাশে আছি।” মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে পেয়ে আপ্লুত আন্দোলনকারীরা। তাঁরা জানিয়েছেন, তাঁদের পরিকল্পনা ছিল মুখ্যমন্ত্রীর কাছে নিজেদের অভাব-অভিযোগ তুলে ধরার।

Advertisement

[আরও পড়ুন: শপথ নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই কাজ শুরু মোদির, আবাস যোজনায় বড়সড় বদল?]

প্রসঙ্গত, তৃণমূলের এই হরিয়ানা সফর নিয়ে খোঁচা দিয়েছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। তাঁর কথায়, “ভারত গণতান্ত্রিক দেশ। যে যেখানে খুশি যেতেই পারে। তবে ওখানে পাঠানোর আগে বাংলার যেখানে ভোট পরবর্তী হিংসা হয়েছে সেখানে যান। জায়গাগুলো দেখুন। মুখ্যমন্ত্রী হরিয়ানায় দল পাঠাচ্ছেন। কিন্তু প্রধানমন্ত্রীর শপথে পাঠানোর সময় নেই।”

Advertisement

[আরও পড়ুন: কার্বাইন বনাম সার্ভিস রিভলবার! রানিগঞ্জে ডাকাতদের সঙ্গে খণ্ডযুদ্ধ ‘দাবাং’ আইসির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ