Advertisement
Advertisement

Breaking News

Bogtui Incident

‘লালন শেখের মৃত্যু কীভাবে? বিস্তারিত জানাক CBI’, দাবি মমতার

সিবিআই হেফাজতে মৃত্যু হয়েছে বগটুই কাণ্ডের মূল অভিযুক্তর।

Mamata Banerjee spoke about death of Lalon Sheikh, main accused of Bogtui Incident | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:December 13, 2022 3:43 pm
  • Updated:December 13, 2022 3:51 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিবিআই  হেফাজতে লালন শেখের মৃত্যু নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রশ্ন তুললেন, কীভাবে সিবিআই হেফাজতে মৃত্য়ু হল লালন শেখের? স্বাভাবিকভাবে লালন শেখের মৃত্যু ঘিরে একাধিক প্রশ্ন উঠছে। মৃতের পরিবারের দাবি, সিবিআই (CBI) হেফাজতে তাঁকে খুন করা হয়েছে। যদিও তদন্তকারীদের পালটা দাবি, আত্মহত্যা করেছেন লালন। এই বির্তকের মাঝেই এবার মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী। 

মেঘালয়ে সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে মমতা বলেন, “মৃত্য়ুর নিন্দা করছি। মৃতের স্ত্রী এফআইআর করেছে। আমরাও বিষয়টি নিয়ে কথা বলব।” একইসঙ্গে তাঁর প্রশ্ন, “সিবিআই যদি এতই স্মার্ট হয় তাহলে তাদের হেফাজতে কেন ধৃতের মৃত্যু হল? সিবিআইকে বিস্তারিত জানাতে হবে।”

Advertisement

[আরও পড়ুন: ঠিক যেন সিনেমা! সিবিআই সেজে ব্যবসায়ীর বাড়িতে হানা, লুট ৩০ লক্ষ]

২১ মার্চ বগটুই কাণ্ডের (Bogtui Case) পর দীর্ঘদিন এলাকা ছাড়া ছিল লালন শেখ। পরিবারের তরফে বারবার দাবি করা হয়েছিল, ঘটনার দিন বাড়িতেই ছিল না লালন। ফলে অগ্নিকাণ্ডের ঘটনায় তার কোনও যোগ নেই। তবে তদন্ত যত এগিয়েছে, ক্রমশ স্পষ্ট হয়েছে লালন যোগ। পরবর্তীতে গত ৩ ডিসেম্বর রাতে লালনকে গ্রেপ্তার করে সিবিআই। তদন্তকারীরা জানিয়েছিলেন, টাকা পয়সা ফুরিয়ে যাওয়ায় এলাকায় এসেছিল লালন। সেই সময় তাকে গ্রেপ্তার করা হয়। সেই থেকে রামপুরহাটের পথসাথী অর্থাৎ সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পেই ছিল লালন। সেখানেই চলছিল জিজ্ঞাসাবাদ।

Advertisement

সোমবার  বিকেল ৪ টে নাগাদ প্রকাশ্যে আসে লালন শেখের মৃত্যুর খবর। পুলিশকে বিষয়টা জানায় সিবিআই। স্বাভাবিকভাবেই ঘটনাটি জানাজানি হতেই শোরগোল ছড়িয়ে পড়ে এলাকায়। পরিবারের অভিযোগ, সিবিআই লালনকে খুন করেছে। ইতিমধ্যে সিবিআইয়ের চার আধিকারিকের বিরুদ্ধে FIR করেছেন লালনের স্ত্রী রেশমা বিবি। সিআইডি তদন্তের দাবিতেও সরব হয়েছেন তিনি। 

[আরও পড়ুন: বগটুই কাণ্ড: লালনের মৃত্যুর নেপথ্যে হার্ড ডিস্ক? নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তে CBI]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ