Advertisement
Advertisement

Breaking News

Hijacking

ভিস্তারার বিমানে ‘হাইজ্যাক’ হুমকি যাত্রীর! গ্রেপ্তার অভিযুক্ত

উত্তেজনা তৈরি হয় মুম্বই বিমানবন্দরে।

Man arrested in flight for talking about hijacking। Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:June 24, 2023 11:45 am
  • Updated:June 24, 2023 11:49 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘হাইজ্যাক কা সারা প্ল্যানিং হ্যায়। উসকা সারা এক্সেস হ্যায়। চিন্তা মাত করনা…’। ফোনে কথাগুলি বলছিলেন এক যাত্রী। কানে যেতেই চমকে উঠেছিলেন বিমানকর্মী। আর এক মুহূর্ত তিনি চুপ থাকেননি। দ্রুত ওই কর্মী কর্তৃপক্ষকে বিষয়টি জানান। সতর্ক করা হয় পুলিশকেও। শেষ পর্যন্ত গ্রেপ্তার করা হয় ওই যাত্রীকে।

পুলিশ সুত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম রীতেশ জুনেজা (২৩)। রীতেশ হরিয়ানার সিরসার বাসিন্দা। বৃহস্পতিবার ভিস্তারা বিমানে চড়ে মুম্বই থেকে দিল্লি (Delhi) যাচ্ছিলেন তিনি। সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ ঘটনাটি ঘটে। সেই সময় অন্য যাত্রীদের সাহায্য করছিলেন ২৭ বছর বয়সি বিমানকর্মী নেহা সোনি। তিনিই রীতেশকে ফোনে বলতে শোনেন, “আহমেদাবাদ কা ফ্লাইট বোর্ড করনেওয়ালা হ্যায়, কোই ভি দিক্কত হো তো মুঝে কল করনা। (আহমেদাবাদের ফ্লাইটে উঠবেন। যদি আপনি কোনও অসুবিধা পড়েন, তাহলে আমাকে কল করবেন।” কথোপকথন সন্দেহজনক মনে হওয়ায় নেহা সঙ্গে সঙ্গে বিমানের ক্যাপ্টেন ও অন্যান্য অফিসারদের সঙ্গে যোগাযোগ করেন। তারপরেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে বিমান কর্তৃপক্ষ। পরে পুলিশ জানায়, অভিযুক্ত যাত্রী মানসিক ভারসাম্যহীন।

Advertisement

[আরও পড়ুন:পাঞ্জাবে মাদক জেহাদ! ফের পাকিস্তানি ড্রোন গুলি করে নামাল বিএসএফ]

এই ঘটনায় উত্তেজনা তৈরি হয় মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে (Mumbai Airport)। এ মাসের শুরুতেও প্রায় একই ধরনের ঘটনা ঘটেছিল মুম্বই বিমানবন্দরেই। কলকাতাগামী বিমানের এক যাত্রী আচমকাই দাবি করেন, তাঁর ব্যাগে বোমা রয়েছে। তা নিয়ে ব্যাপক হুলস্থূল পড়ে যায় বিমানবন্দরে। 

Advertisement

[আরও পড়ুন:আনন্দ বদলে গেল বিষাদে, বিয়েবাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু একই পরিবারের ৫ জনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ