BREAKING NEWS

৪ আশ্বিন  ১৪৩০  শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

প্রধানমন্ত্রীর উপদেষ্টার নাতি! ভুয়ো পরিচয়ে পানশালায় ঢুকতে চেয়ে পুলিশকে ফোন, গ্রেপ্তার যুবক

Published by: Kishore Ghosh |    Posted: April 4, 2023 3:54 pm|    Updated: April 4, 2023 3:55 pm

Man arrested who calls up Police for free liquor posing as grandson of PM advisor | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) উপদেষ্টার নাতি পরিচয় দিয়ে বিনামূল্যে পানাশালায় প্রবেশের দাবিতে পুলিশকে ফোন। গুরগাঁওয়ের (Gurgaon) সেক্টর-৬৫ এলাকার ঘটনা। এমন ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য তৈরি হয়। পরে পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্ত যুবককে। ঘটনার তদন্তে নেমে পুলিশ আধিকারিকরা জানতে পেরেছেন, আগেও একাধিকবার ভুয়ো পরিচয় দিয়ে বিনামূল্যে পানশালায় প্রবেশ করেছেন এই যুবক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে সেক্টর-৬৫ থানার এক আধিকারিককে ফোন করেন অভিযুক্ত সত্যপ্রকাশ। ফোনে তিনি নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক উপদেষ্টার নাতি বলে পরিচয় দেন। ওই পুলিশ আধিকারিককে তিনি জোর করেন, যেন তাঁকে সেক্টর-৬৫-এর একটি বিলাসবহুল পানশালায় বিনামূল্যে প্রবেশ করিয়ে দেওয়া হয়। পুলিশ তাঁর সম্পর্কে বিশদে জানতে চাইল ফোন কেটে দেন যুবক।

[আরও পড়ুন: সিকিমে প্রবল তুষারঝড়ের কবলে ১৫০ পর্যটক, আটকে বাঙালিরাও, কমপক্ষে মৃত ৬]

ট্রু-কলারে দেখা গিয়েছে সত্যপ্রকাশের নম্বরে প্রধানমন্ত্রী মোদির ছবি ছিল। নম্বরটিকে অফিস নম্বর হিসেবে দেখানো হয়েছে। বছর একত্রিশের সত্যপ্রকাশকে সোমবার সেক্টর-৫৮ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্ত যুবক একটি কল সেন্টারে কাজ করেন। আরও জানা গিয়েছে, যুবকের এমন কোনও আত্মীয় নেই যিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাজ করেন। পুলিশের দাবি, ভুয়ো পরিচয়ে আগেও একাধিকবার বিভন্ন পানাশালায় বিনামূল্যে প্রবেশ করেছে অভিযুক্ত। তাঁর মোবাইল ফোন, সিম কার্ড বাজেয়াপ্ত করে খতিয়ে দেখা শুরু হয়েছে।

[আরও পড়ুন: বিয়েতে উপহার পাওয়া মিউজিক সিস্টেম চালাতেই বিস্ফোরণ! মৃত নববিবাহিত যুবক-সহ ২]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে