Advertisement
Advertisement

Breaking News

স্ত্রীর মৃতদেহ নিয়ে ৮০ কিমি পাড়ি ভিক্ষুক কুষ্ঠরোগীর

হায় রে অভাগা দেশ!

Man carries dead body of wife for 80 kilometer
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 8, 2016 2:18 pm
  • Updated:November 8, 2016 2:18 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের অমানবিক৷ ওড়িশার দানা মাঝির পর এবার টেক সিটি হায়দরাবাদ৷ অ্যাম্বুল্যান্সের টাকা দেওয়ার সামর্থ নেই৷ তাই স্ত্রীর মৃতদেহ নিয়ে ভিক্ষাজীবী স্বামী পাড়ি দিলেন ৮০ কিলোমিটার৷ কুষ্ঠ রোগ গ্রাস করেছে৷ রয়েছে লাঞ্ছনার গ্লানি৷ ভুল করে পৌঁছলেন অন্য গন্তব্যে৷ হায়দরাবাদ শহরের চাকচিক্যের তলায় জমাট বাঁধা অন্ধকার ফের চলে এল প্রকাশ্যে৷

কবিতা আর রামুলু৷ পথেই আলাপ, বিবাহ দু’জনের৷ লাঙ্গের হাউজে ভিক্ষা করে দিনযাপন৷ এদিকে, দু’জনেই আক্রান্ত কুষ্ঠ রোগে৷ অ-সরকারি সংস্থা ভিক্ষাজীবীদের পাঁচ কিলোগ্রাম চাল বিলি করছে এই খবরে সংস্থায় নাম লেখাতে আসেন তাঁরা৷ নাম লেখানোর দিনই মৃত্যু হয় বছর পঁয়তাল্লিশের কবিতার৷ দরখাস্ত দেওয়া সত্ত্বেও হায়দরাবাদের হাসপাতাল মৃতদেহ বহন করার জন্য পাঁচ হাজার টাকা অ্যাম্বুল্যান্স ভাড়া চায়৷ সেই সঙ্গতি নেই ভিক্ষাজীবী ৫৩ বছরের প্রৌঢ় রামুলুর৷ তাঁর ইচ্ছা স্ত্রীর শেষকৃত্য নিজের গ্রামেই হোক৷ তাই সারাদিন আধপেটা খেয়েও কবিতার মৃতদেহ একটা ঠেলাগাড়িতে চাপিয়ে ১৭০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার উদ্দেশে নিজের গ্রামের দিকে রওনা দিলেন স্বামী৷ ৮০ কিলোমিটার পথ হেঁটে অসুস্থ হয়ে হারিয়ে ফেললেন গন্তব্য৷ নিজের ভিটে মেডাকের মানুর মণ্ডলের বদলে পৌঁছালেন ভিকারাবাদে৷ স্থানীয়রা তাঁকে দেখে পুলিশে খবর দেন৷ পুলিশ অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করে৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ