Advertisement
Advertisement

মণিপুরে সেনা কনভয়ে জঙ্গি হামলা, নিহত ৬

বছর খানেক আগে এই মণিপুরেই সেনা কনভয়ের উপর হামলা চালিয়েছিল মায়ানমারে লুকিয়ে থাকা নাগা জঙ্গিরা৷ হামলায় মৃত্যু হয় ডোগরা রেজিমেন্টের ১৭ জন জওয়ানের৷ এক বছর পর সেই মণিপুরের চাণ্ডেলেই সেনা কনভয় হামলা চালাল জঙ্গিরা৷

Manipur ambush: Six Assam Rifles men killed in attack
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 23, 2016 5:00 pm
  • Updated:May 23, 2016 5:00 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর খানেক আগে এই মণিপুরেই সেনা কনভয়ের উপর হামলা চালিয়েছিল মায়ানমারে লুকিয়ে থাকা নাগা জঙ্গিরা৷ হামলায় মৃত্যু হয় ডোগরা রেজিমেন্টের ১৭ জন জওয়ানের৷ এক বছর পর সেই মণিপুরের চাণ্ডেলেই সেনা কনভয় হামলা চালাল জঙ্গিরা৷ রবিবারের হামলায় মৃত্যু হয় অসম রাইফেলসের ৬ জওয়ানের৷ নিহতদের মধ্যে একজন জুনিয়র কমিশনড অফিসারও আছেন৷

সেনা সূত্রে খবর, দিন কয়েক ধরেই প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মণিপুর৷ রবিবার বেলায় চাণ্ডেল জেলার হোলিংজংয়ের ধসে বিধ্বস্ত এলাকা পরিদর্শন শেষে অসম রাইফেলসের রেজিমেন্টের সদর দফতরে ফিরছিলেন জওয়ানরা৷ সেই সময় আচমকাই সেনা কনভয়ের উপর হামলা চালায় জঙ্গিরা৷ এই হামলার পিছনে পিএলএ, ইউএনএলএফ এবং প্রিপাক নামে মণিপুরের তিন জঙ্গি গোষ্ঠী আছে বলে সন্দেহ সেনার৷ শুরু হয় প্রবল গুলির লড়াই৷ গুলি বিনিময়ের মধ্যেই প্রাণ হারান ছয় সেনা জওয়ান৷ নিহত সেনা জওয়ানদের বাড়ি বিহার, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশে৷ নিহত জওয়ানদের দেহ তাঁদের বাড়িতে পাঠানো হয়েছে সেনার তরফে৷ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন (ইস্টার্ন কম্যান্ড) সেনা কম্যান্ডার লেফটেন্যান্ট জেনারেল প্রবীণ বক্সি৷

Advertisement

সেনারা পাল্টা গুলি চালালেও আবহাওয়া খারাপ থাকায় ঘন জঙ্গলের মধ্যে পালাতে সক্ষম হয় সশস্ত্র জঙ্গিরা৷ প্রত্যন্ত এলাকা ঘিরে ফেলে চিরুনি তল্লাশি শুরু করেছে সেনাবাহিনী৷ জঙ্গিরা যাতে সীমান্ত পেরিয়ে মায়ানমারে না পালাতে পারে তার জন্য সীমান্ত এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা৷ ঘটনার পর একটি এলএমজি, চারটি একে ফর্টি সেভেন এবং একটি ইনসাস রাইফেল চুরি করে নিয়ে গিয়েছে জঙ্গিরা৷ এখন দেখার কবে পাল্টা প্রত্যাঘাত করে ভারতীয় সেনাবাহিনী৷

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement