Advertisement
Advertisement

Breaking News

কংগ্রেস সাংসদ

ভগৎ সিং-সুখদেব-রাজগুরুদের দেওয়া হোক ভারতরত্ন, দাবি কংগ্রেস সাংসদের

সাভারকরের পালটা হিসেবে ভগৎ সিংকে সম্মান জানানোর দাবি কংগ্রেসের!

Manish Tewari said Bhagat Singh should receive the Bharat Ratna
Published by: Subhajit Mandal
  • Posted:October 26, 2019 4:16 pm
  • Updated:October 26, 2019 4:16 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার ভগৎ-সিং-সুখদেব এবং রাজগুরুদের ভারতরত্ন দেওয়ার দাবি তুললেন কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা একটি চিঠিতে কংগ্রেস সাংসদ দাবি করেছেন, এরা তিনজনই দেশের জন্য প্রাণ দিয়েছেন, তাই এদের সম্মানিত করা উচিত। ভগৎ সিং-সুখদেব এবং রাজগুরু এই প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে পারে বলেও মত মণীশ তিওয়ারির।


১৯২৮ সালে ব্রিটিশ পুলিশের সুপারিনটেনডেন্ট ভেবে এক জুনিয়র পুলিশ অফিসার জন স্যান্ডার্সকে গুলি করেছিলেন ভগৎ সিং এবং রাজগুরু। বর্তমানে পাকিস্তানের অন্তর্গত লাহোরে ওই ইংরেজ অফিসারকে হত্যা করেছিলেন এই দুই স্বাধীনতা সংগ্রামী। এরপরই ব্রিটিশ সরকার তৎকালীন ভাইসরয় লর্ড আরউইনের তত্ত্বাবধানে একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে। আর সেই ট্রাইব্যুনালই ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবকে ফাঁসির সাজা শোনায়। আর ১৯৩১ সালে লাহোর জেলে এই তিন দেশপ্রেমিককে ফাঁসি দেওয়া হয়।

Advertisement

[আরও পড়ুন: বিজেপির হাত ধরেছে জেজেপি, ক্ষোভে দল ছাড়লেন বহিষ্কৃত BSF জওয়ান তেজবাহাদুর ]

ভগৎ সিংয়ের এই বলিদানকে ভারতরত্ন দিয়ে সম্মানিত করার প্রস্তাব দিলেন কংগ্রেস সাংসদ। মোদিকে লেখা চিঠিতে তিনি বলেন, “আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, শহিদ ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেব একটি গোটা প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন। ব্রিটিশদের বিরুদ্ধে তাদের অদম্য লড়াই এবং ১৯৩১ সালের ২৩ মার্চ তাদের মহান বলিদানের মাধ্যমে।” ভারতরত্নের পাশাপাশি তাঁদের শহিদ-এ-আজম উপাধিতে সম্মানিত করা হোক এবং চণ্ডীগড় বিমানবন্দরও তাদের নামে করা হোক।

Advertisement

[আরও পড়ুন: মহারাষ্ট্রের তিনটি আসনে দ্বিতীয় স্থানে নোটা! হরিয়ানাতেও নির্ণায়ক ভূমিকা]

উল্লেখ্য, মণীশ তিওয়ারি পাঞ্জাবের সাংসদ। এবং পাঞ্জাবে ভগৎ সিংদের জনপ্রিয়তা তুঙ্গে। সেদিকে নজর রেখেই কংগ্রেস সাংসদ ভগৎ সিংকে সম্মানিত করার কথা বলছেন বলে মনে করছেন অনেকে। সম্প্রতি মহারাষ্ট্রে বিজেপির নির্বাচনী ইস্তেহারে বীর সাভারকরকে ভারতরত্ন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। গেরুয়া শিবিরের সেই প্রতিশ্রুতির পালটা হিসেবেও ভগৎ সিংকে এগিয়ে দেওয়ার দাবি তোলা হয়ে থাকতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ