Advertisement
Advertisement

‘প্রতিশ্রুতি পূরণে চূড়ান্ত ব্যর্থ কেন্দ্র’, মোদিকে তোপ মনমোহনের

লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণের ধার বাড়াচ্ছে কংগ্রেস৷

Manmohan slams centre on Rafale

ফাইল ফটো

Published by: Kumaresh Halder
  • Posted:November 21, 2018 5:09 pm
  • Updated:November 21, 2018 5:34 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণের ধার বাড়াচ্ছে কংগ্রেস৷ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন প্রক্রিয়া শুরু হতেই গেরুয়া শিবিরেকে একহাত নিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং৷ সিবিআইয়ে কেন্দ্রের হস্তক্ষেপ, নোটবন্দি, রাফালে-সহ মোদির দেওয়া দু’কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি নিয়ে কড়া ভাষায় কেন্দ্রের সমালোচনায় সরব হলেন মনমোহন৷

রাজধানী দিল্লিতে দলীয় অনুষ্ঠানে যোগ দিয়ে সিবিআই প্রসঙ্গ তুলে ধরেন মনমোহন৷ বলেন, ‘‘সিবিআই-সহ দেশের সমস্ত স্বশাসিত সংস্থাগুলিতে হস্তক্ষেপ করছে কেন্দ্র৷ নিজেদের প্রভাব খাটিয়ে কেন্দ্রীয় সংস্থাগুলির ক্ষমতা খর্ব করার চেষ্টা করছে নরেন্দ্র মোদির সরকার৷’’ কেন্দ্রের এই পদক্ষেপ দেশের জন্য বিপদ বলেও জানান মনমোহন৷

Advertisement

[ঋণ মকুবের দাবিতে ফের মুম্বইয়ের রাজপথে ২০ হাজার কৃষক]

Advertisement

রাফালে ইস্যু নিয়েও এদিন মুখ খোলেন মনমোহন৷ বলেন, ‘‘রাফালে ইস্যুতে জেপিসির দাবিও মানছে না সরকার৷ এটা দুর্ভাগ্যজনক৷’’  মনমোহনের কটাক্ষ, ‘‘দুর্নীতি রুখবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদি৷ অথচ মধ্যপ্রদেশে ব্যাপম কাণ্ড, রাফালে চুক্তি নিয়েও যে বড় দুর্নীতি হয়েছে, তা দেশের সবাই জানেন৷’’ এদিন মোদির দেওয়া প্রতিশ্রুতি তুলে ধরে কড়া আক্রমণ করেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী৷ গত সাড়ে চার বছরে দেশের সাধারণ মানুষকে দেওয়া প্রতিশ্রুতি পালনে কতটা সফল মোদি? এই প্রশ্নের উত্তরে মনমোহন বলেন, ‘‘প্রতিশ্রুতি মতো সবার অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দেওয়া হয়নি৷ দেশে ২ কোটি কর্মসংস্থানের কথা বলেছিলেন মোদি, কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি সরকার৷ মধ্যপ্রদেশেও কর্মসংস্থান পূরণে ব্যর্থ বিজেপি সরকার৷ চাকরি না পেয়ে ২০০৫-২০১৫ সাল পর্যন্ত ২০০০ জন আত্মহত্যা করেছে মধ্যপ্রদেশে৷’’

[বিজেপির ভয়! কাশ্মীরে একজোট কংগ্রেস-পিডিপি-ন্যাশনাল কনফারেন্স]

নোটবন্দি ও পেট্রোপণ্যের দামবৃদ্ধি এবং ফসলের দাম নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করতে ছাড়েননি মনমোহন৷ বলেন, ‘‘মোদি সরকারের পাহাড়প্রমাণ ব্যর্থতা ঢাকতেই নোটবন্দির সিদ্ধান্ত৷ নোট বাতিলের নামে কালো টাকা ফিরিয়ে আনার কথা বললেও চূড়ান্তভাবে ব্যর্থ মোদি সরকার৷ নোটবন্দি, জিএসটি নিয়েও বিপাকে ব্যবসায়ীরা৷ পেট্রোপণ্যের দামবৃদ্ধি নিয়েও চরম বিপাকে সাধারণ মানুষ৷ কৃষকরা ফসলের দাম পাচ্ছেন না৷ এবারের লোসকভা নির্বাচনে জবাব দিতে হবে মোদি সরকারকে৷’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ