Advertisement
Advertisement

Breaking News

পরীক্ষায় ছাত্রছাত্রীদের সাফল্যের দাওয়াই দিলেন প্রধানমন্ত্রী

বোর্ডের আসন্ন পরীক্ষায় কী করে মিলবে সাফল্য, ফাঁস করলেন মোদি৷

Mann Ki Baat with students- on Stress Free Exams, importance of knowledge & why proper rest matters during exams.
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 29, 2017 8:25 am
  • Updated:January 29, 2017 8:25 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরের প্রথম ‘মন কি বাত’ পড়ুয়াদের উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বললেন, পরীক্ষাকে উৎসব ভেবে অংশ নিলেই ছাত্রছাত্রীদের সেরাটা বেরিয়ে আসবে৷ ভাল নম্বর পাওয়ার একমাত্র উপায় হল আনন্দের সঙ্গে পরীক্ষা দেওয়া৷ আনন্দ-সহকারে পরীক্ষা দিলে রেজাল্টেও তার প্রতিফলন দেখা যাবে, অল ইন্ডিয়া রেডিওর অনুষ্ঠানে রবিবার বলেন প্রধানমন্ত্রী৷

শিক্ষাকে বহন করলে চলবে না, বাহন করতে হবে৷ রবীন্দ্রনাথ ঠাকুরের সেই উক্তি যেন আজ ফের শোনা গেল প্রধানমন্ত্রীর মুখে৷ এদিন মোদি বলেন, “নম্বরের জন্য নয়, পড়াশোনা করতে হবে জ্ঞান অর্জনের জন্য৷ শুধু ভাল নম্বরের জন্য পড়লে সীমিত জ্ঞান নিয়েই সন্তুষ্ট থাকতে হবে৷” ‘মন কি বাত’ অনুষ্ঠান ছাড়াও অবশ্য প্রধানমন্ত্রী তাঁর অ্যাপ ও ওয়েবসাইট মারফত পড়ুয়াদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন৷

Advertisement

শুধু পড়ুয়া নয়, এদিনের বেতার অনুষ্ঠানে মোদি পড়ুয়াদের বাবা-মায়েদেরও বিশেষ দায়িত্ব পালনের জন্য অনুরোধ করেন৷ অভিভাবকদের কাছে তিনি আরজি জানান, সন্তানদের কাছ থেকে প্রত্যাশা কমিয়ে প্রাপ্তি স্বীকার করুন৷ অভিভাবকদের বাড়তি প্রত্যাশাই কখনও কখনও সন্তানদের কাছে বোঝা হয়ে দাঁড়ায়৷ তাঁদের স্বাভাবিক দক্ষতার অবনমন হয়৷

Advertisement

আগামী ৯ মার্চ থেকে বোর্ডের পরীক্ষা শুরু হতে চলেছে৷ তার আগে এই ‘মন কি বাত’ অনুষ্ঠানে পড়ুয়াদের মানসিক দিক থেকে চাঙ্গা করার দাওয়াই বাতলালেন খোদ প্রধানমন্ত্রী৷ এটাই প্রথম নয় অবশ্য, গত দু’বছর কখনও ‘মন কি বাত’ অনুষ্ঠান, কখনও শিক্ষক দিবসে টেলি কনফারেন্স মারফত পড়ুয়াদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী, তাঁদের উৎসাহ জুগিয়েছেন৷

শুনুন প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’-

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ